সন্দীপ সরকার, কলকাতা: স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালে জরুরি পরিষেবার নিয়ম বদল। জরুরি পরিষেবার নিয়মে বদল আনল রাজ্য সরকার। স্বাস্থ্য সাথীতে এবার এমার্জেন্সি অর্থপেডিক অপারেশনের নিয়মে কিছুটা রদবদল হল।
নয়া নিয়মে কী কী জানান হয়েছে?
- দুর্ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে আনতে হবে রোগীকে
- জমা দিতে হবে, দুর্ঘটনা সংক্রান্ত প্রামাণ্য সরকারি নথি তবেই বেসরকারি হাসপাতাল থেকে মিলবে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনের সুবিধা
- অপারেশন করতে হবে সরকারি পোর্টালে আগে থেকে নথিভুক্ত অর্থোপেডিক সার্জেনকে
- নথিভুক্ত সার্জেন অপারেশন না করলে মিলবে না স্বাস্থ্যসাথীর সুবিধা
আরও পড়ুন, 'লড়াই করেও নেতাজির জন্মদিনকে এখনও জাতীয় ছুটির দিন করতে পারলাম না, আমায় ক্ষমা করবেন': মমতা
অন্যদিকে, এর আগেও বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী সংক্রান্ত দুর্নীতি ঠেকাতে, এবার নজরদারির উদ্যোগ নিল স্বাস্থ্য দফতরের। হাসপাতাল যে টাকা দাবি করে, তাতে কারচুপি আছে কিনা দেখতে তৈরি হল সার্ভেলেন্স টিম। কোনও হাসপাতালের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও, রোগীর চিকিৎসা না করাতে চাওয়ার মতো অভিযোগ উঠেছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী অবধি। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডে ২৫ হাজার টাকা পর্যন্ত মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার খরচ করা যাবে। পাশাপাশি, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কেনা যাবে, কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসায় ব্যবহৃত -পেসমেকার, স্টেন্ট, টাইটেনিয়াম প্লেট জাতীয় উন্নতমানের যন্ত্রাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে