অলিম্পিক্সে ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে ২২তম সোনা জয় মাইকেল ফেল্পস-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2016 05:30 AM (IST)
রিও দি জেনেইরো: অলিম্পিক্সে ২২তম সোনা জয় মাইকেল ফেল্পস-এর। ২০০মিটার মেডলিতে সোনা জিতলেন তিনি। পঞ্চম অলিম্পিক্সে ২৬তম পদক জয় ফেল্পস-এর। রিও-এ এপর্যন্ত ফেল্পস জিতলেন চারটি সোনা, ফোর ইন্টু ২০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার বাটারফ্লাই, ফোর ইন্টু ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে এবং ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে। ২০০মিটার মেডলিতে জাপানের কোসুকে হ্যাগিনো রুপো জিতেছেন, চিনের ওয়াং শুন জিতেছেন ব্রোঞ্জ। প্রসঙ্গত, দুবছর বিরতি নেওয়ার পর ফের সাঁতারের ট্র্যাকে ফিরেছেন ফেল্পস। সাঁতারু হিসেবে ফেল্পস-এর পঞ্চম অলিম্পিকসে এখনও পর্যন্ত এটা হল অন্যতম বিস্ময়কর যাত্রা। কারণ, এখনও পর্যন্ত একজন সাঁতারুর জন্যে একই ইভেন্ট থেকে পর পর চারটি থেকে সোনা জেতার নজির বিরল। এখনও অবধি ফেল্পস-এর ১০০ মিটার বাটারফ্লাইয়ে অংশ নেওয়া বাকি রয়েছে। তাঁর এপর্যন্ত মোট পদকের সংখ্যা ২৬, এরমধ্যে ২২টি সোনা, দুটো রুপো এবং দুটি ব্রোঞ্জ।