ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Aug 2016 03:36 AM (IST)
তাইল্যান্ড: তাইল্যান্ডে ধারাবাহিক বিস্ফোরণ। অন্তত ৪ জনের মৃত্যু। গত ২৪ ঘণ্টায় তাইল্যান্ডের দক্ষিণাংশে ও রিসর্ট শহর হুয়া হিনে পরপর ৮টি বিস্ফোরণ ঘটে। এর মধ্যে বিলাসবহুল বিনোদনের জন্য খ্যাত ফুকেতেও ঘটে বিস্ফোরণ। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর মিলেছে।