রিও দি জেনেইরো:  নিজের অবসরগ্রহণের সিদ্ধান্তের ব্যাপারে তিনি যথেষ্ট সিরিয়াস। সোমবারই অলিম্পিকের মঞ্চে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হারিয়ে শুটিংকে চিরবিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন বেজিং-এ সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা। বিন্দ্রা জানিয়েছেন, খেলাকে যথেষ্ট সময় দেওয়া হয়ে গিয়েছে। খেলার জগৎকে তাঁর আর কিছু দেওয়ার নেই। শখেও তিনি আর কোনও দিন শুটিং করবেন না বলে জানিয়ে দিয়েছেন অভিনব।

অলিম্পিকে তাঁর ইভেন্ট শেষ হওয়ার আধ ঘন্টার মধ্যেই সাংবাদিকরা তাঁকে তাঁর ভবিষ্যত পরিকল্পনা প্রসঙ্গে প্রশ্ন করতে শুরু করেন। সাংবাদিকদের এধরনের ভাবনায় কিছুটা তাজ্জব হয়ে যান অভিনব। তখনই তিনি স্পষ্ট ভাষায় তাঁদের জানিয়ে দেন, 'আমি ভবিষ্যত জীবনে কী করব সেবিষয় এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। তবে কোচিং করাবো না। কোচিং করালে আমার ছাত্ররা দুঘন্টায় পালিয়ে যাবে। ভবিষ্যত জীবনে কোথাও শুটিং আর থাকবে না'।

অলিম্পিকে কোয়ালিফাইং রাউন্ডে সপ্তম হয়ে ফাইনালে পৌঁছন বিন্দ্রা। ফাইনালে তিনি ভালই এগোচ্ছিলেন। কিন্তু শেষের দিকে ইউক্রেনের কুলিশের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় হয়ে যান বিন্দ্রা। টাইব্রেকারে বাজিমাত করেন কুলিশ। ভারতীয় শুটারকে খালি হাতেই বিদায় নিতে হয় অলিম্পিকের মঞ্চ থেকে। বিন্দ্রা জানান, তিনি সবরকম ভাবেই চেষ্টা করেছিলেন, কিন্তু দেশকে মেডেল এনে দিতে পারেননি। তাঁর কথায় এটাই জীবন, এটাই খেলা।

তবে অলিম্পিকে তাঁর ইভেন্টে টানটান উত্তেজনার পর যথেষ্ট হাল্কা মেজাজেই ছিলেন অভিনব। সাংবাদিকরা জানতে চান তাঁ বাড়ির পিছনের উঠোনে কী তিনি শুটিংয়ের অনুশীলন করবেন। তার উত্তরে অভিনব-র জবাব তিনি সেখানে ফসল উৎপন্ন করবেন ভাবছেন।