ডেনমার্ককে ৪-০ গোলে গুঁড়িয়ে অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল
ABP Ananda, web desk | 11 Aug 2016 07:44 AM (IST)
রিও ডি জেনেইরো: অবশেষে এবারের অলিম্পিক্স ফুটবলে জয় পেল আয়োজক দেশ ব্রাজিল।৪-০ গোলে ডেনমার্ককে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে নেইমারের ব্রাজিল। খেলার শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায় ব্রাজিলের ফুটবলারেরা।একের পর এক আক্রমণে তছনছ করে দেয় ডেনমার্ক ডিফেন্স।জোড়া গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা।একটি করে গোল জুয়ান ও জেসাসের।কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে প্রতিবেশী দেশ কলম্বিয়ার বিরুদ্ধে নামবে ব্রাজিল।এদিনের জয়ের পর ব্রাজিল সমর্থকেরা আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন অলিম্পিক্স ফুটবলে তাদের প্রথম সোনা জয়ের। এদিকে অলিম্পিকে পদকের লড়াই থেকে ছিটকে গেল আর্জেন্তিনা, গতবারের চ্যাম্পিয়ন মেক্সিকো। কোয়ার্টার ফাইনালে পৌঁছল জার্মানি।