নয়াদিল্লি: একই ইভেন্টে উসেইন বোল্টের উপস্থিতি নিয়ে ভেবে চাপে পড়তে নারাজ রিও অলিম্পিকে ২০০ মিটার দৌড়ে ভারতের প্রতিনিধিত্ব করতে চলা ধরমবীর সিংহ। তিনি নিজের প্রস্তুতি নিয়েই ভাবছেন। ২০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করাই ধরমবীরের লক্ষ্য।


 

৩৬ বছর পর প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকে ২০০ মিটার দৌড় ইভেন্টের যোগ্যতা অর্জন করেছেন ধরমবীর। এই ইভেন্টেই থাকছেন কিংবদন্তি হয়ে ওঠা জামাইকান তারকা বোল্ট। কিন্তু ধরমবীর বলছেন, ‘আমার কাছে উসেইন বোল্ট শুধু একজন প্রতিদ্বন্দ্বী। ওর সঙ্গে লড়াই করার কথা ভাবছি না। আমি নিজের প্রস্তুতি নিয়েই ব্যস্ত। আমার মনে হচ্ছে ২০ সেকেন্ডের বাধা পেরিয়ে যেতে পারব।’

 

হরিয়ানার রোহতক জেলার অজয়ব গ্রাম থেকে উঠে এসে রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন ধরমবীর। তাঁর উপর প্রত্যাশার চাপ রয়েছে। কিন্তু ২৭ বছর বয়সি এই অ্যাথলিটের মতে, তিনি অত্যাশ্চর্য কিছু করেন দেখাননি। আট বছর ধরে পরিশ্রম করে তিনি অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন। তিনি রিও-তে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এবার অলিম্পিকে নিজের সেরাটা দিতে চাইছেন।

 

বেঙ্গালুরুতে ইন্ডিয়ান গ্রাঁ প্রি-তে জাতীয় রেকর্ড গড়ে ২০.৪৫ সেকেন্ড সময় করে অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন ধরমবীর। তাঁর মতে, দেশে প্রতিভার অভাব নেই। আগামী দিনে আরও অনেক অ্যাথলিটই অলিম্পিকের যোগ্যতা অর্জন করবেন।

 

ধরমবীরের ইভেন্ট শুরু হচ্ছে ১৬ অগাস্ট থেকে। ফলে প্রস্তুতির জন্য কিছুটা সময় পাচ্ছেন এই অ্যাথলিট। তাঁর আশা, আবহাওয়া অনুকূল থাকলে এবং তিনি নিজের ১০০ শতাংশ দিতে পারলে ২০ সেকেন্ডের কমে ২০০ মিটার দৌড় শেষ করতে পারবেন।