রিও দি জেনেইরো: হাওয়া। শুধু এলোমেলো হাওয়া বওয়ার জন্য রাশিয়ার কাছে হার হয়েছে তাঁদের। মহিলা তিরন্দাজির দলগত বিভাগে কোয়ার্টার ফাইনালে ছিটকে যাওয়ার কারণ হিসেবে এভাবেই আবহাওয়াকে দায়ী করলেন দীপিকা কুমারী। রিকার্ভ প্রতিযোগিতায় শেষ মুহূর্তে ৫-৪ ফলে রাশিয়ার কাছে হেরে যান দীপিকা কুমারী, বোম্বায়লা দেবী ও লক্ষ্মীরানি মাঝি। দুই দলই দুটি করে সেট জেতায় খেলা গড়ায় শ্যুট অফে। সেখানেই নার্ভ ধরে রেখে ২৫-২৩-এ ম্যাচ বার করে নেন রুশ প্রতিযোগীরা।

তিন ভারতীয়র মধ্যে সবথেকে বেশি নামজাদা দীপিকার পারফরম্যান্সই সবথেকে খারাপ ছিল এদিন। ফাইনাল শটে পারফেক্ট টেন স্কোর করতে হত তাঁকে। কিন্তু ৮-এর বেশি করতে পারেননি তিনি। খেলার পর দীপিকা বলেন, ১০০ শতাংশ দিয়েও জয় এল না, কারণ ঝোড়ো হাওয়ায় তির সরে যাচ্ছিল তাঁদের। একই আবহাওয়ায় নিশানা তাক করে রুশ প্রতিযোগীদের কেন এই সমস্যা হল না সে ব্যাপারে অবশ্য তিনি কিছু বলেননি।

মূলত মণিপুরের বোম্বায়লা দেবীর জন্যই রুশ তিরন্দাজদের কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে ভারতীয় দল। বোম্বায়লা জানিয়েছেন, শেষ মুহূর্তে মাত্র দুপয়েন্টে হেরে যাওয়াটা সারা জীবন তাঁদের তাড়া করে বেড়াবে। তবে দলগত বিভাগে ছিটকে গেলেও ব্যক্তিগত বিভাগে কিছু করে দেখানোর সুযোগ এখনও রয়েছে এঁদের।