নয়াদিল্লি: রিও অলিম্পিকে যাঁরা পদক পাবেন তাঁদের নাম এ বছরের খেল রত্ন ও অর্জুন পুরস্কারের জন্য বিবেচিত হবে। এ কথা ঘোষণা করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। অলিম্পিকে পদকজয়ীদের যথা শীঘ্র সম্ভব স্বীকৃতি দিতে এই সিদ্ধান্ত নিল ক্রীড়ামন্ত্রক।


রাজীব খেলরত্ন পুরস্কার পাননি, এমন ক্রীড়াবিদরা আসন্ন অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে পদক পেলে তাঁদের নাম এই সর্বোচ্চ ক্রীড়া সম্মানের জন্য বিবেচনা করা হবে।

আসন্ন অলিম্পিকে দলগত খেলাতেও ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলে, যাঁরা এখনও অর্জুন পুরস্কার পাননি, পদক জয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অর্জুন পুরস্কারের জন্য বিবেচিত হবে তাঁদের নাম।

উল্লেখ্য, বর্তমান নিয়ম অনুযায়ী, পুরস্কার প্রদানের আগের চার বছর ক্রীড়াবিদদের কৃতিত্বের নিরিখে রাজীব গাঁধী খেলরত্ন ও অর্জুন পুরস্কার দেওয়া হয়।