‘ট্রিপল ট্রিপল’, ৪ × ১০০ মিটারে সোনা উসেইন বোল্টের
ABP Ananda, web desk | 20 Aug 2016 03:12 AM (IST)
রিও ডি জেনেইরো: রিও অলিম্পিক্সে তৃতীয় সোনা জয় উসেইন বোল্টের।৪ × ১০০ মিটারে ৩৭.২৭ সেকেন্ডে সোনা জিতলেন তিনি।পর পর তিনটি অলিম্পিক্সে ৪ × ১০০ মিটারে সোনা জয়ের হ্যাট্রিক করলেন বোল্ট। অলিম্পিক্সে জিতলেন মোট ৯টি সোনা।রিও-তেও সোনা জয়ের হ্যাট্রিক করলেন তিনি।১০০ মিটার , ২০০ মিটারের পর ৪ × ১০০ মিটারে রিও-তে সোনা জিতলেন বোল্ট।২০০৮-এ বেজিং, ২০১২-তে লন্ডন এবং ২০১৬-এর রিও-এ সোনা জয়ের ট্রিপল ট্রিপল করে ইতিহাস গড়লেন বিশ্বের দ্রুততম মানুষ জামাইকান উসেইন বোল্ট।