হকিতে জার্মানির কাছে হারল ভারত
Web Desk, ABP Ananda | 08 Aug 2016 04:17 PM (IST)
রিও ডি জেনেইরো: লড়াই করেও দুর্ভাগ্যজনকভাবে খেলা শেষ হওয়ার তিন সেকেন্ড আগে গোল খেয়ে পুরুষ হকিতে জার্মানির কাছে হেরে গেল ভারত। খেলার ফল ২-১। এই হারের ফলে গ্রুপ বি থেকে কোয়ার্টার ফাইনালে যাওয়ার দৌড়ে চাপে পড়ে গেলেন শ্রীজেশ-সর্দার সিংহরা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জিতলেও, নড়বড়ে রক্ষণ চিন্তা বাড়িয়েছিল ভারতের। শক্তিশালী জার্মানির বিরুদ্ধেও ঠিক সেই ভুলই করল রক্ষণ। এদিন ১৮ মিনিটেই প্রথম গোল খেয়ে যায় ভারত। নিকোলাস উইলেন জার্মানিকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পরেই অবশ্য সেই গোল শোধ করে দেন রুপিন্দর পাল সিংহ। এরপর দু দলই গোল করার সুযোগ পেয়েছিল। কিন্তু কেউই গোল করতে পারেনি। খেলা যখন ড্র হবে বলে ধরে নিয়েছিল গোটা মাঠ, তখনই গোল করে জার্মানিকে জিতিয়ে দেন ক্রিস্টোফার রাহর।