সন্দীপ সরকার, কলকাতা: বড়দিন ও ইংরেজি নববর্ষের আবহে গোটা দেশ রয়েছে উৎসবের মেজাজে। যদিও শুক্রবার ভোরে শিউড়ে উঠেছিলেন সকলে। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন জাতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঘটনার ভয়াবহ ছবি ও ভিডিও। গুরুতর জখম উইকেটকিপার হাসপাতালে ভর্তি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে (BCCI) বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পন্থ স্থিতিশীল। বিপন্মুক্ত। তবে শরীরের একাধিক জায়গায় বড়সড় চোট রয়েছে।
কবে সুস্থ হয়ে মাঠে ফিরবেন পন্থ? আগামী বছর অক্টোবর মাসে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ICC ODI World Cup)। সেখানে কি দলের অন্যতম সেরা ম্যাচ উইনারকে পাবে টিম ইন্ডিয়া? পন্থের দুর্ঘটনার খবর জানাজানি হতেই ভারতীয় ক্রিকেটপ্রেমীরা তা নিয়েও উদ্বেগে রয়েছেন।
পন্থের চোটের প্রাথমিক যে রিপোর্ট পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে চিকিৎসকেরা উদ্বিগ্ন হতে নিষেধ করছেন। তবে পন্থের ফিট হতে দীর্ঘ সময় লাগবে, সেটাও মনে করিয়ে দিচ্ছেন।
কলকাতা তথা রাজ্যের অন্যতম সেরা অস্থি সংক্রান্ত চিকিৎসাকেন্দ্র ভট্টাচার্য অর্থোপেডিকস অ্যান্ড রিলেটেড রিসার্চ সেন্টারের চিকিৎসক রজত বন্দ্যোপাধ্যায় এবিপি লাইভের পাঠানো এক্স রে প্লেটের ছবি, বোর্ডের বিবৃতি ও দুর্ঘটনার পর পন্থের ছবি দেখেছেন। তিনি বলছিলেন, 'ঋষভ পন্থের এক্স রে প্লেট দেখলাম। হাঁটুতে কোনও চিড় দেখছি না। তবে হাঁটুর চোট রয়েছে। ছবিতে দেখলাম, পিঠে চোট রয়েছে। স্পাইনেও চোট থাকতে পারে। মেরুদণ্ডে চিড় থাকার আশঙ্কাও রয়েছে। সাধারণত এইরকম গাড়ি দুর্ঘটনায়, বিশেষ করে পন্থের পিঠের যা ছবি দেখলাম, স্পাইন ফ্র্যাকচার হতে পারে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে শুনলাম। তবে এমআরআই রিপোর্ট না দেখে বলা সম্ভব নয়।'
চিকিৎসকদের ভাবাচ্ছে পন্থের হাঁটুর লিগামেন্টের চোট। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। তবে অস্থিরোগ বিশেষজ্ঞ রজত বন্দ্যোপাধ্যায় বলছেন, 'হাঁটুর চারটে লিগামেন্ট থাকে। তার মধ্যে কটা ছিঁড়েছে দেখতে হবে। এমআরআই স্ক্যানের রিপোর্ট না দেখে তা বলা সম্ভব নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে যে বলা হয়েছে লিগামেন্ট ছিঁড়েছে, সেটা সম্ভবত ফিজিক্যাল ডায়াগনসিস করে বলেছেন বিশেষজ্ঞরা। সরাসরি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করলে এটা বলা যায়। হাঁটুর নড়াচড়া দেখে অনুমান করা যায়। তবে স্ক্যান রিপোর্ট এলে ছবিটা পরিষ্কার হবে।'
মাঠে ফিরতে কতদিন সময় লাগতে পারে পন্থের? চিকিৎসক রজত বন্দ্যোপাধ্যায় বলছেন, 'লিগামেন্ট রিপেয়ার হতে ৪ থেকে ৬ মাস লাগে।' যোগ করছেন, 'লিগামেন্টের চোট সেরে উঠতে অন্তত তিন মাস সময় লাগতে পারে। সর্বোচ্চ আট বা ন'মাস সময়ও লাগতে পারে।'
ওয়ান ডে বিশ্বকাপের আর ১০ মাস বাকি। পন্থের সামনে পরীক্ষাটা কঠিন কারণ, তাঁকে শুধু সেরে উঠলেই চলবে না, ম্যাচ ফিট হতে হবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজের ভারতীয় দলে তিনি এমনিতেই ছিলেন না। তবে তারপরই নিউজিল্যান্ডের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে দুটি সিরিজ খেলবে ভারত। রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ। তারপর অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ। যা শেষ হচ্ছে মার্চ মাসে। তারপরই রয়েছে আইপিএল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্তত আইপিএল পর্যন্ত মাঠের বাইরেই থাকতে হবে বাঁহাতি ক্রিকেটারকে।
ভট্টাচার্য অর্থোপেডিকস অ্যান্ড রিলেটেড রিসার্চ সেন্টারের কর্ণধার ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলছিলেন, 'ঋষভ পন্থ উইকেটকিপার। হাঁটু গেড়ে বসে উইকেটকিপিং করতে হয়। দিনের অনেকটা সময় হাঁটু ও কোমরের ওপর চাপ পড়ে। তাই ওঁর হাঁটুর চোট অন্য ক্রিকেটারদের তুলনায় একটু বেশিই ভোগাতে পারে।' পাশাপাশি পিঠ, ডানহাতের কব্জি, গোড়ালি, বুড়ো আঙুলেও গুরুতর চোট রয়েছে পন্থের। ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'ওঁর সেরে উঠতে ৫-৬ মাস সময় লাগবেই। অন্তত ৩-৪ মাস মাঠের বাইরে থাকতে হবে।'
ক্রিকেটপ্রেমীরা প্রার্থনা শুরু করে দিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন পন্থ। ফের চার-ছক্কায় বিপক্ষ বোলিংকে ছারখার করে ম্যাচ জেতান টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন: বিশ্বকাপের বছরে ওয়ান ডে ম্যাচ এড়িয়ে যাওয়া উচিত নয় কোহলি-রোহিতের, মত গম্ভীরের