হায়দরাবাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দু’টি ম্যাচের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। এশিয়া কাপে বিশ্রাম নিলেও, এবার দলে ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি। ফলে এশিয়া কাপ জয়ী দলের অধিনায়ক রোহিত শর্মা ফের সহ-অধিনায়ক নির্বাচিত হলেন। তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ দলে আছেন। তিনি প্রথমবার ভারতের একদিনের দলে সুযোগ পেলেন। বাদ পড়েছেন অভিজ্ঞ কিপার দীনেশ কার্তিক। অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা দলে আছেন।



২১ তারিখ থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। প্রথম দু’টি ম্যাচ যথাক্রমে গুয়াহাটি ও বিশাখাপত্তনমে। পরের তিনটি ম্যাচ পুণে, মুম্বই ও তিরুঅনন্তপুরমে। এরপর তিনটি টি-২০ ম্যাচ খেলবে দু’দল। প্রথম টি-২০ ম্যাচ ইডেনে।

প্রথম দু’টি একদিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, অম্বাতি রায়াডু, মণীশ পাণ্ডে, মহেন্দ্র সিংহ ধোনি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, খলিল আহমেদ, শার্দুল ঠাকুর ও লোকেশ রাহুল।