ট্রেন্টব্রিজ: অভিষেক টেস্টেই নজর কেড়েছেন ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত। গতকাল ইংল্যান্ডের প্রথম ইনিংসে পাঁচটি ক্যাচ ধরে রেকর্ড বইয়ে নাম তুলেছেন। এর আগে ব্যাট করতে নেমে তাঁর সাহসী মানসিকতার প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে টেস্টে খাতা খুলেছেন ঋষভ।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিন স্পিনার আদিল রশিদকে ছক্কা মেরে খাতা খোলেন তিনি।



টেস্টে ক্রিকেটের ইতিহাসে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে ওভার বাউন্ডারি দিয়ে রানের খাতা খুললেন ঋষভ। তাঁর আগে এরিক ফ্রিম্যান, কার্লিসলে বেস্ট, কেইথ ডাবেংওয়া, ডেট রিচার্ডস, সইফুল ইসলাম, জারহুল ইসলাম, আল-আমিন হোসেন, মার্ক ক্রেগ, ধনঞ্জয় ডি সিলভা, কামরুল ইসলাম রবি ও সুনীল অ্যাম্বিস ছক্কা মেরে তাঁদের খাতা খুলেছিলেন।
আর রশিদকে যে দুরন্ত শটে ঋষভ বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তা তাঁর মা ও পরিবারের কাছে বিশেষ একটা মুহুর্ত। দ্বিতীয় বলেই ছক্কা তাঁর মা সরোজকে আপ্লুত করেছে। তিনি বলেছেন, ওর অভিষেকের কথা শুনে খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম। টেস্ট খেলতে নামার আগে ও টেলিফোন করে আমাকে টিভিতে খেলা দেখতে বলেছিল। ও যখন খেলে তখন আমি সাধারণ টিভি দেখি না।ওর বাবা মারা যাওযার পর ও আমাকে খেলা দেখতে অনুরোধ করে। ওর টেস্ট অভিষেক হবে শুনে খুব নার্ভাস হয়ে গিয়েছিলাম। তার ওপর দ্বিতীয় বলেই যেভাবে ও ছক্কা মারল, তাতে অবাক হয়ে গিয়েছি।
তবে আদৌ অবাক নন ঋষভের কোচ তারক সিনহা। তিনি বলেছেন, ঋষভ খুব শক্তপোক্ত মানসিকতার ছেলে। ওর জোরে বল মারার ক্ষমতা রয়েছে। শুধু সীমীত ওভারের খেলাতেই নয়, লাল বলেও ও আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে খেলতে পারে।