ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম দুটি টেস্টে ব্যাট হাতে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের ব্যর্থতা ঋষভের অভিষেকের পথ প্রশস্ত করে। ২০ বছর ৩১৯ দিন বয়সে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখলেন ঋষভ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে উইকেটের পিছনে দাঁড়িয়ে পাঁচটি ক্যাচ ধরে ইংল্যান্ডের ক্রিস রিডের রেকর্ড ভাঙলেন তিনি। ১৯৯৯-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ বছর ৩২৫ দিন বয়সে পাঁচটি ক্যাচ ধরেছিলেন ক্রিস।
প্রথম এশিয় উইকেটরক্ষক হিসেবে টেস্ট অভিষেকেই একটি ইনিংসে পাঁচটি ক্যাচ ধরার রেকর্ড করলেন ঋষভ। অভিষেকেই পুরো একটি টেস্টে পাঁচ উইকেট দখলের কৃতিত্ব রয়েছে তিনি ভারতীয় উইকেটরক্ষকের। তাঁরা হলেন নরেন তামানে (১৯৫৫-তে পাকিস্তানের বিরুদ্ধে), কিরণ মোরে (১৯৮৬-তে ইংল্যান্ডের বিরুদ্ধে) এবং নমন ওঝা (২০১৫-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে। প্রথম টেস্টে ক্যাচ ধরার ক্ষেত্রে তাঁদের ছাপিয়ে যাওয়ার সুযোগ রয়েছে ঋষভের কাছে।
প্রথম ক্যাচ: অ্যালেস্টার কুক
দ্বিতীয় ক্যাচ: কিটন জেনিংস
তৃতীয় ক্যাচ: ওলি পোপ
চতুর্থ ক্যাচ:ক্রিস ওকস
পঞ্চম ক্যাচ: আদিল রশিদ