নয়াদিল্লি: ২০১৮-র আইপিএল তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এ কথা স্বীকার করে নিলেন স্বয়ং ভারতের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। আইপিএলের ওই সিজনের চোখধাঁধানো পারফরম্যান্সের পর জাতীয় দলের দরজা তাঁর কাছে খুলে যায়। ওই মরশুমে ১৫৮.৪১ স্ট্রাইক রেটে ১৪ ম্যাচে পন্থ করেছিলেন ৬৮৪ রান। গড় ৫২.৬১। ছয়টি ঝলমলে হাফসেঞ্চুরি এসেছিল তাঁর ব্যাট থেকে। কোনও একটি মরশুমে দিল্লি ক্যাপিটালসের কোনও ব্যাটসম্যানের এটাই ছিল সর্বাধিক রান।
আইপিএল ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে পন্থ তাঁর ওই সাফল্যের কারণও জানিয়েছেন। তিনি বলেছেন, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ তাঁর পক্ষে দারুণ সহায়ক হয়েছিল। বিসিসিআই-র বর্তমান সভাপতি সৌরভ ওই মরশুমে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ছিলেন।
২২ বছরের পন্থ বলেছেন, কোনও কিছু করার আগে নিজেকে সময় দিতে হবে। তাহলেই কিছু চাইলে করতে পারা যায়। সৌরভ চাইতেন, আমি ভালো খেলি। তিনি আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। সেগুলো মেনে চলেছিলাম এবং চেষ্টা করেছিলাম। তা আমাকে সাহায্য করেছিল।
পন্থ বলেছেন, ওই মরশুম আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রত্যেকের মতো আমারও ব্রেকথ্রুর প্রয়োজন ছিল।
পন্থ জানিয়েছেন, দিল্লি আইপিএলে ট্রফির খরা কাটাতে উদগ্রীব।
তিনি বলেছেন, দল সবসময়ই দিল্লির হয়ে আইপিএল জয়ের কথা ভাবে। শেষবার আমরা নকআউটে উঠেছি এবং তৃতীয় হয়েছিলাম।
পন্থ দিল্লি ক্যাপিটালসের কোচ ও অজি কিংবদন্তী ব্যাটসম্যান রিকি পন্টিংয়েরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। পন্থ বলেছেন, পন্টিং তাঁকে স্বাভাবিক খেলা খেলতে উত্সাহ জুগিয়েছেন। অবাধ স্বাধীনতা দিয়েছেন।


লাইভ চ্যাটে পন্থ জানিয়েছেন, টেস্ট ক্রিকেট তাঁর খুবই পছন্দের। পাঁচদিনের ফরম্যাটে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। টেস্ট ক্রিকেটে কোনও ক্রিকেটার নিজেকে পরীক্ষা করে দেখতে পারে। সেখানে নিজেকে মেলে ধরতে অতিরিক্ত প্রয়াসের প্রয়োজন হয়।