সমস্ত জল্পনা উড়িয়ে ফের প্রকাশ্যে উত্তর কোরিয়ার শাসক কিম জঙ উন, করলেন কারখানার উদ্বোধন
বেশ কিছুদিন ধরেই উত্তর কোরিয়ার শাসক কিম জঙ উনের অসুস্থতা ও মৃত্যুর খবর নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছিল। সেই সমস্ত জল্পনাকে ভেস্তে দিয়ে ২০ দিন পর প্রকাশ্যে দেখা গেল তাঁকে। উত্তর কোরিয়ার সংবাদসংস্থা কেসিএনএ জানিয়েছে, কিম জঙ শুক্রবার জনতার মাঝে আসেন এবং লোকজনের সঙ্গে কথাবার্তা বলেন।
This picture taken on May 1, 2020 and released from North Korea's official Korean Central News Agency (KCNA) on May 2, 2020 shows North Korean leader Kim Jong Un (2nd R) attending a ceremony to mark the completion of Sunchon phosphatic fertilizer factory in South Pyongan Province, North Korea. (Photo by STR / KCNA VIA KNS / AFP) / - South Korea OUT / ---EDITORS NOTE--- RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/KCNA VIA KNS" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS / THIS PICTURE WAS MADE AVAILABLE BY A THIRD PARTY. AFP CAN NOT INDEPENDENTLY VERIFY THE AUTHENTICITY, LOCATION, DATE AND CONTENT OF THIS IMAGE --- / (Photo by STR/KCNA VIA KNS/AFP via Getty Images)
এর আগে গত ১১ এপ্রিল দেশের ক্ষমতাসীন পার্টি ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর বৈঠকে সভাপতিত্ব করতে শেষবার দেখা গিয়েছিল কিমকে। এরপর উত্তর কোরিয়ার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে কিমের অনুপস্থিতি নিয়ে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে জল্পনা জোরদার হয়। ওই অনুষ্ঠান ছিল তাঁর প্রয়াত দাদু তথা উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম উল সুঙের ১০৮ তম জন্মজয়ন্তী।
গত সপ্তাহ মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ঘিরে কিমের শারীরিক অবস্থা সম্পর্কে জল্পনা আরও দানা বাঁধে। এই মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে প্রতিবেদনে জানানো হয়, গোয়েন্দা সূত্রে ওয়াশিংটনের কাছে তথ্য এসেছে যে, একটি অস্ত্রোপচারের পর কিমের শারীরিক অবস্থা খুবই সংকটজনক।
যদিও সরকারি সংবাদমাধ্যমে কিমের রাজনৈতিক পত্র পাঠানো ও সম্মানিত নাগরিকদের উপহার দানের মতো খবর নিয়মিত প্রকাশিত হতে থাকে।
উত্তর কোরিয়ার প্রতিদ্বন্দ্বী তথা প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া কিমের স্বাস্থ্য নিয়ে জল্পনায় কোনও আমল দিতে রাজি হয়নি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এ ব্যাপারে কোনও অস্বাভাবিক ইঙ্গিত নেই।
২০১৪-তেও কিম জঙ উনের মাঝেমধ্যেই লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়া নতুন কিছু নয়। এর আগেও ২০১৪-র সেপ্টেম্বর থেকে প্রায় ৪০ দিন আড়ালে চলে গিয়েছিলেন কিম। পরে যখন প্রকাশ্যে আসেন, তখন তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। সিওলের গোয়েন্দা সংস্থা তখন জানিয়েছিল, কিম পায়ের গোড়ালির সমস্যায় ভুগছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -