রাজপুর সোনারপুরঃ দলীয় কর্মসুচীতে এসে অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। শুক্রবার বিকেলে এই ঘটনা যখন ঘটে, পাশেই ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পেশায় চিকিৎসক পল্লব দাস। হঠাৎ করে ঘামতে শুরু করেন। ঘাড়ে পিঠে অসহ্য যন্ত্রণায় কাতরাতে থাকেন। তিনিই তার চিকিৎসা শুরু করেন। একটি ক্লিনিকে নিয়ে গিয়ে তার ইসিজি ও এক্স রে করা হয়। আপাতত অনেকটাই সুস্থ আছেন, বলে জানালেন চিকিৎসক তথা রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাস।
আরও পড়ুন, জগন্নাথ-বলরাম-সুভদ্রার কাঠের মূর্তি মিলেছিল এখানেই ! প্রায় ৩০০ বছরের পুরনো এই মেলা
এদিন দলীয় কর্মসুচীতে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। উল্লেখ্য, শুভ রথ যাত্রার দিনে এমনিতেই সকাল থেকেই আকাশ মেঘলা। রথে বৃষ্টি হবে এই আশায় বুক বেঁধেও হতাশ দক্ষিণবঙ্গাবসী। শুক্রবার সকাল থেকেই আদ্রতা এবং মেঘের কারণে হাঁসফাঁস অবস্থা। সবমিলিয়ে একটা গুমোট ভাব। এদিকে এই পরিস্থিতির মধ্যে এদিন দলীয় কর্মসুচীতে অংশ নেন বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। আর তারপর পরই আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে সেই মুহূর্তেই পাশেই ছিলেন রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পেশায় চিকিৎসক পল্লব দাস। গোটা ঘটনাটিই তিনি লক্ষ্য করেন।
দলীয় কর্মসুচীতে এসে আচমকাই দরদরিয়ে ঘামতে শুরু করেন বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। তবে সেটা কি মানুষের ভিড়, গুমোট গরম নাকি শারীরিক অসুস্থতা তা এখানও প্রকাশ্যে আসেনি।তবে জানা গিয়েছে, দরদরিয়ে ঘামতে থাকেন তিনি এবংঘাড়ে পিঠে অসহ্য যন্ত্রণায় অুভব করেন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র। তবে রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পেশায় চিকিৎসক পল্লব দাস দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলে এযাত্রায় রক্ষে পাওয়া গিয়েছে। তিনিই তার চিকিৎসা শুরু করেন। একটি ক্লিনিকে নিয়ে গিয়ে তার ইসিজি ও এক্স রে করা হয়।তবে এই মুহূর্তে বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র অনেকটাই সুস্থ আছেন, বলে জানিয়েছেন ওই চিকিৎসক।