নয়াদিল্লি: গাব্বায় ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে বড় ভূমিকা নিয়েছেন তিনি। এবার ঋষভ পন্থ ব্যস্ত হয়ে পড়েছেন নতুন বাড়ি খুঁজতে। কোথায় বাড়ি কেনা যায় তা নিয়ে টুইটারে পরামর্শ চেয়েছেন ঋষভ। তক্ষুনি ফ্যানেরা হাজির করেছেন একের পর এক মারাত্মক আইডিয়া।

উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ এখন দিল্লিতে, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের আগে বাড়ির লোকের সঙ্গে সময় কাটাচ্ছেন। আজ টুইটারে তিনি ফলোয়ারদের জানান, অস্ট্রেলিয়া সিরিজ সেরে দেশে ফেরার পর থেকেই বাড়ির লোক বারবার বলছে নতুন বাড়ি কিনতে। তাঁর প্রশ্ন, বাড়ি কেনার পক্ষে গুরুগ্রাম ভাল জায়গা? আর কোনও কিছু মাথায় এলে জানাও।

দেখুন তাঁর টুইট


ঋষভের টুইটের পরেই ফলোয়ারদের জবাব আর পরামর্শের বন্যা বয়ে যায় তাঁর টুইটার পেজে। অনেকেই ভেবে চিন্তে সুপরামর্শ দেন। আবার কেউ কেউ এমন জবাব দেন যাতে হাসিতে ফেটে পড়ে সোশ্যাল মিডিয়া। দেখুন এমনই কিছু জবাব

‘ভাই, আইপিএলে গুরগাঁও গোরিলাস টিম বানানোর প্ল্যান করছ?’


‘যোধপুরে নিয়ে নাও। সলমন ভাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে থাকবে।’ পরামর্শ দিয়েছেন আর একজন।


‘গ্রেটার নয়ডা চলে আয় ভাই। সস্তা পড়বে, আর এয়ারপোর্টও হয়ে যাচ্ছে।’


‘গুরগাঁও ঠিক আছে। পাশেই আমার বাড়ি, মাঝে সাঝে বিয়ার টিয়ার খাওয়া যাবে।’


‘পূজারা ভাইয়ের পাশে নিয়ে নাও। একটা দেওয়াল কম বানাতে হবে।’


সদ্য সমাপ্ত বর্ডার গাওস্কর ট্রফিতে ২৩ বছরের ঋষভ পন্থের অসামান্য পারফরম্যান্স প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা নেয়। ৫ ইনিংসে ২৭৪ রান করেন ঋষভ, সঙ্গে ব্রিলিয়ান্ট অ্যাভারেজ ৬৮.৫০। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তিনি করেন ৯৭ আর ব্রিসবেনে ৮৭ নট আউট। সেখানে জয়ের বাউন্ডারিও আসে তাঁর ব্যাট থেকে।

এই পারফরম্যান্সের জেরে ঋষভ এখন আইসিসি টেস্ট ব্যাটিংয়ে তাঁর কেরিয়ার সেরা র‌্যাঙ্ক করেছেন। আইসিসি তালিকায়এখন ১৩ নম্বরে উঠে এসেছেন তিনি।