ইংল্যান্ডে চারদিনের ম্যাচের জন্য ভারতীয় এ দলে ডাক পেলেন ঋসভ পন্ত
ভারত এ দল- করুণ নায়ার (অধিনায়ক), আর সমর্থ, ময়াঙ্ক আগরওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, পৃথ্বী শ, হানুমা বিহারি, অঙ্কিত বাওয়নে, বিজয় শঙ্কর, কেএস ভরত (উইকেটরক্ষক), জয়ন্ত যাদব, শাহবাজ নাদিম, অঙ্কিত রাজপুত, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, রজণীশ গুরবানী, ঋসভ পন্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ম্যাচগুলিতে জাতীয় নির্বাচকদের নজর থাকবে ঋসভের দিকে। ওই তিনটি ম্যাচে ভালো পারফর্ম করতে পারলে ভারতের টেস্ট দলের দরজা খুলে যেতে পারে তাঁর জন্য। আগামী ১ আগস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত পাঁচ টেস্টের সিরিজ খেলবে।
করুণ নায়ারের নেতৃত্বে ভারত এ দুটি চারদিনের ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১৬ জুলাই থেকে ম্যাচ খেলবে ভারত এ দল।
কিন্তু ব্যাটিং দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এবং সাহসী ব্যাটিংয়ের জন্য ঋসভ বাকিদের তুলনায় এগিয়ে রয়েছেন।
একদিনের ম্যাচগুলিতে সেভাবে পারফর্ম করতে দেখা যায়নি ঋসভকে। ইংল্যান্ড লায়ন্স ও ওয়েস্ট ইন্ডিজ এবং ভারত এ দলের এই ট্রাই সিরিজের একটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি।
ঋসভ এখন ইংল্যান্ডে ভারত এ দলের হয়ে সীমিত ওভারের ট্রাই সিরিজে খেলছেন। তাঁকে চারদিনের ম্যাচগুলির জন্যও তাঁকে সেখানে থেকে যেতে বলা হয়েছে।
দৌড়ে খুব বেশি দূরে নেই দিল্লির ঋসভ। ইংল্যান্ডে চারদিনের ম্যাচের জন্য ভারত এ দলে নেওয়া হল ঋসভকে।এর থেকে ইঙ্গিতটা স্পষ্ট যে, ভারতীয় সিনিয়র দলে জায়গা করে নেওয়ার ব্যাপারে ঋসভের ভালো সম্ভাবনা রয়েছে।
তার মানে এই নয় যে, উইকেটরক্ষকের জায়গার জন্য ধোনির বিকল্প শুধু কার্তিক।
কার্তিক তাঁর জায়গায় খেলতে নামেন। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে ধোনি খেললেও ব্যাটসম্যান হিসেবেই কার্তিকের থাকার সম্ভাবনা রয়েছে।
ভারতের রিজার্ভ উইকেটরক্ষককে সুযোগ দিতে ধোনিকে তাঁর কেরিয়ারে প্রথমবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়।
ধোনি অবসর নেওয়ার পর তাঁর জায়গা কে নেবেন? দু বছর আগেও এ ধরনের প্রশ্ন বেশ অস্বস্তিকর ছিল। কিন্তু এখন এ ব্যাপারে খোলাখুলিভাবেই চিন্তাভাবনা চলছে। যদিও বিকল্পের অভাব নেই। আন্তর্জাতিক ক্রিকেটে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছেন দীনেশ কার্তিক। সেইসঙ্গে রয়েছেন ঋসভ পন্ত। আইপিএলে ও ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্স করেছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -