নয়াদিল্লি: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার গুরুতর জখম হওয়ার পরই তাঁকে নিয়ে উদ্বেগের প্রহর গুনছিল গোটা ক্রিকেটবিশ্ব। প্রার্থনা করছিলেন সমস্ত প্রাক্তন, বর্তমান ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা। কিছুদিন আগে জানা গিয়েছিল, তাঁর হাঁটুর লিগামেন্টে সফল অস্ত্রোপচার হয়েছে।
অস্ত্রোপচারের পর প্রথমবার ঋষভ পন্থ (Rishabh Pant) নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। এবং মুহূর্তে তা ভাইরাল হয়ে গেল।
শুক্রবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার। তাতে দেখা যাচ্ছে, ক্রাচ নিয়ে হাঁটছেন পন্থ। পরনে সাদা রাউন্ড নেক টি শার্ট ও কালো শর্টস। ডান পায়ে হাঁটু থেকে প্রায় গোড়ালি অবধি ব্যান্ডেজ জড়ানো। সেই পায়ে চটিও পরতে পারেননি। অন্য পায়ে একটি চপ্পল পরেছেন।
ছবিদুটি পোস্ট করে পন্থ লিখেছেন, 'সামনের দিকে এক পা, আরও শক্তিশালী হওয়ার দিকে এক পা, আরও ভাল থাকার দিকে এক পা...'। পন্থের সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। গোটা বিশ্বের সমস্ত ক্রিকেটপ্রেমীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। লেখালিখি শুরু হয়ে গিয়েছে, পন্থ ইজ ব্যাক। ভক্তরা প্রার্থনা করছেন, এবার ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পালা। সুস্থ হয়ে মাঠে নামার পালা।
যদিও পন্থের ফিট হতে আরও বেশ কয়েকমাস সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
পন্থ সেরে উঠলেই তাঁকে সামলাতে হতে পারে বিশ্বকাপজয়ী অধিনায়কের ক্ষোভ। ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক কপিল দেব (Kapil Dev) পন্থকে চড় মারতে চান!
কপিল জানিয়েছেন যে, তিনি ঋষভ পন্থকে খুব পছন্দ করেন। তাঁকে খুব ভালবাসেন। কিন্তু কপিল এ-ও জানিয়েছেন যে, পন্থকে নিয়ে তাঁর মনে প্রচণ্ড ক্ষোভ ও বিরক্তি রয়েছে। আপাতত কপিল পন্থের সেরে ওঠার অপেক্ষা করছেন। যাতে তিনি গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন এবং তাঁকে চড় মারতে পারেন।
কপিল দেবের বিরক্তির কারণ ঋষভ পন্থের অবহেলা। প্রাক্তন কিংবদন্তি অলরাউন্ডার মনে করেন, পন্থের চোটের কারণে দলের অনেক ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর সিরিজের আগে পুরো কম্বিনেশনটাই বদলাতে হয়েছে টিম ইন্ডিয়াকে। কপিল বলেন, ‘আমি পন্থকে খুব ভালবাসি। আমি চাই ও দ্রুত সুস্থ হয়ে উঠুক। সেটা হলে আমি গিয়ে ওকে একটা চড় মারব। আমি ওকে বলব নিজের যত্ন নিতে। ওর চোটের কারণে দলকে সব কিছু পাল্টাতে হয়েছে। আমি ওকে নিয়ে চিন্তিত। পাশাপাশি ওর উপর রেগেও রয়েছি। কেন এখনকার ছেলেরা এমন ভুল করে। এর জন্যও ওর একটা চড় খাওয়া উচিত।’
আরও পড়ুন: অর্পিত-শেলডনের সেঞ্চুরিতে নাটকীয় প্রত্যাবর্তন সৌরাষ্ট্রের, ইডেনে রঞ্জি ফাইনাল?