বেঙ্গালুরু: ইংল্যান্ডে পায়ের হাড়ে চিড় ধরেছিল। তারপর বেশ খানিকটা সময় মাঠের বাইরেই কাটিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তবে রিহ্যাব করে সদ্যই প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরেছেন ভারতের তারকা কিপার-ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের মাধ্যমে জাতীয় দলে কামব্যাক করছেন পন্থ। তার আগে বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে খেলছেন। সেই সিরিজ়ের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের তৃতীয় দিনের ঘটনায় ফের একবার পন্থকে ঘিরে উদ্বেগ বাড়ল।
তৃতীয় দিনের শুরুতেই কেএল রাহুল গতকাল রাতের স্কোরের সঙ্গে মাত্র এক রান যোগ করে আউট হওয়ার পর ব্যাটে নামেন। ম্যাচের দ্বিতীয় ইনিংসে দলকে নেতৃত্ব দেওয়া পন্থ ছয় নম্বরে ব্যাট করতে নেমে স্বমহিমায়ই ব্যাটিং করছিলেন। তবে পরপর আঘাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন পন্থ। দুইবার হেলমেট এবং একবার বাঁ দিকে কব্জিতে আঘাত পাওয়ার পরেই মাঠ ছাড়তে বাধ্য হন পন্থ।
তাঁর ইনিংসের শুরুর দিকেই পন্থ হেলমেটে আঘাত পান। নিয়ম মেনে সাময়িকভাবে তিনি কনকাশড কি না, তা পরীক্ষা করে মেডিক্যাল স্টাফ মাঠ ছাড়েন। এর কিছুক্ষণ পরেই তিনি একটি বল ডিফেন্ড করতে গিয়ে বাঁ হাতের কব্জিতে বল লাগে যা গিয়ে তাঁর থাই প্যাডে আছড়ে পড়ে। ফিজিও এ যাত্রায় মাঠে এসে তাঁর কব্জিতে ব্যান্ডেজ করে দেন। পন্থকে দেখেই তিনি বেশ আহত এবং ব্যথা পেয়েছেন বলে মনে হলেও, সে যাত্রাতেও ব্যাটিং চালিয়ে যান।
এরপরে ফের এক বল ডিফেন্ড করতে গিয়ে শরীরে আঘাত পান তিনি। এরপরে তিনি বেশ খানিকটা সময় ব্যথা নিয়ে ব্যাট করার চেষ্টা চালিয়ে গেলেও খানিকটা সময় পরে আর সহ্য করতে না পেরে মাঠ ছাড়েন তিনি। রিটায়ার্ড হার্ট হন তারকা ক্রিকেটার। এরপরেই পন্থের শারীরিক অবস্থা নিয়ে অনেক সমর্থকই উদ্বিগ্ন হয়ে পড়েন। তবে তাঁদের জন্য সুখবর। বেশ খানিকটা সময় মাঠের বাইরে থাকার পর তিনি আবার মাঠে নেমেছেন। মাত্র ৪৮ বলে অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেছেন পন্থ। যদিও ফের একবার ব্যাটে নামার পরেও ডান হাতের কব্জিতে আবারও আঘাত পান পন্থ। ফের ফিজিও নামেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছেন তিনি।
তবে তাঁর রিটায়ার্ড হার্ট হওয়া এবং মাঠে ফেরার মাঝে হর্ষ দুবের সঙ্গে মিলে ধ্রুব জুড়েল ১৮৪ রানের পার্টনারশিপ গড়েন। দুবে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। ৮৪ রানে আউট হন তিনি। অবশ্য ধ্রুব জুড়েল কিন্তু সুযোগ হাতছাড়া করেননি। তিনি প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও শতরান হাঁকালেন।