জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (Ind vs SA) দ্বিতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেই এই দিনটি ভোলেননি ঋষভ পন্থ (Rishabh Pant)। আর ভোলেননি বলেই, আবেগপূর্ণ বার্তা লিখলেন সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে যা ভাইরাল হয়ে গিয়েছে।


মঙ্গলবার, ৪ জানুয়ারি ঋষভের মায়ের জন্মদিন। বাড়িতে থাকলে এই দিনটি ধুমধাম করে পালন করেন। কিন্তু এবার ৪ জানুয়ারি তাঁর মা যখন দিল্লিতে, ঋষভ রয়েছেন কয়েকশো কিলোমিটার দূরে, দক্ষিণ আফ্রিকায়। তাই মায়ের সঙ্গে দিনটি উদযাপন করতে পারলেন না তরুণ উইকেটকিপার-ব্যাটার। তাই সকালবেলাই তিনি আবেগঘন পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।


ঋষভ লিখেছেন, 'আমার সমস্ত শক্তির উৎস, আমার মেরুদণ্ড, আমার স্তম্ভ, জন্মদিনের অনেক শুভেচ্ছা মা। সবসময় খুশি থাকো, সুস্থ থাকো। আমাদের জন্য যা কিছু করেছো তার জন্য ধন্যবাদ'। সঙ্গে মায়ের একটি ছবিও পোস্ট করেন ঋষভ। যে ছবিতে দেখা যাচ্ছে, কেক কাটছেন তাঁর মা।



এদিকে দ্বিতীয় টেস্টে লড়াইয়ে ফিরল ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে পরপর তিন উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরালেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। লাঞ্চের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০২/৪। ভারতের চেয়ে এখনও একশো রানে পিছিয়ে প্রোটিয়ারা।


প্রথম ইনিংসে ভারতের ২০২ রানের জবাবে সোমবার, ম্যাচের প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩৫/১। ক্রিজে ছিলেন ডিন এলগার ও কিগান পিটারসেন। মঙ্গলবার শুরুটা ভাল হয়েছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে ফেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এলগার ও পিটারসেন। এলগারকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কাটা দেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর। যিনি টেস্ট দলে এখনও নিয়মিত নন। তাঁর বলে ২৮ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এলগার।


প্রোটিয়া শিবিরে জোর ধাক্কা শার্দুলের, লড়াইয়ে ফিরল ভারত


৪ ওভার পরে ফের প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন শার্দুল। এবার তাঁর শিকার পিটারসেন। যিনি হাফসেঞ্চুরি করে ক্রিজে জাঁকিয়ে বসেছিলেন। ১১৮ বলে ৬২ রান করে ময়ঙ্ক অগ্রবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পিটারসেন। লাঞ্চের আগে র‌্যাসি ফান ডার ডাসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের জোরাল ধাক্কা দেন শার্দুল। ১৭ বলে মাত্র ১ রান করে ফেরেন ডাসেন। লাঞ্চে ভারত এগিয়ে একশো রানে। দক্ষিণ আফ্রিকার হাতে এখনও ৬ উইকেট রয়েছে। পরের কয়েক ঘণ্টায় নির্ধারিত হয়ে যাবে যে, দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে, নাকি ভারতের প্রথম ইনিংসের স্কোরের আগেই শেষ হয়ে যাবে প্রোটিয়াদের প্রথম ইনিংস।