কলকাতা: ঋদ্ধিমান সাহা এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটরক্ষক। কোনও রাখঢাক না রেখেই জানিয়ে দিলেন প্রাক্তন ভারত উইকেটরক্ষক পার্থিব পটেল। অন্যদিকে, ঋষভ পন্থকে বিভিন্ন মহল থেকে আসা মতামত থেকে দূরে থাকার পরামর্শও দিলেন তিনি।
বৃহস্পতিবার, কলকাতায় এসে বাংলা-গুজরাত রঞ্জি ম্যাচের আগের দিন বর্তমান ভারতীয় দলের দুই ক্রিকেটারকে নিয়ে মতামত জানান পার্থিব, যিনি মাত্র ১৭ বছর বয়সে ভারতের জাতীয় দলে সুযোগ পেয়ে সর্বকনিষ্ঠ উইকেটরক্ষকের তকমা পেয়েছিলেন।
পার্থিব বলেন, এই মুহূর্তে বিশ্বের সেরা উইকেটরক্ষক ঋদ্ধিমান। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। যেভাবে ও ক্যাচ ধরে এবং মাঠে এনার্জি নিয়ে খেলে, তা অনবদ্য। নিজের কাজটা সঠিক জানে ঋদ্ধি। ও এটাও জানে, ওর জন্য কোনটা সবচেয়ে ভাল।
অন্যদিকে, ঋষভকে খেলায় মন দেওয়ার পরামর্শ দেন পার্থিব। প্রাক্তন উইকেটরক্ষক বলেন, আজকাল তরুণ ক্রিকেটারদের কাছে বড় খেলোয়াড়দের সঙ্গে মাঠ ও ড্রেসিং রুম ভাগ করার সুযোগ রয়েছে। কিন্তু, যখন আপনি ফর্ম হারিয়ে ফেলেন, তখন সবদিক থেকে মতামত আসতে শুরু করে। এই সময় সব ধরনের মতামত থেকে নিজেকে দূরে রাখাটাই শ্রেয়। তখন উচিৎ স্রেফ নিজের খেলায় মনঃসংযোগ করা।
তিনি যোগ করেন, ভারতের হয়ে খেললে চাপ থাকবেই। সকলেই বিভিন্ন পরিস্থিতিতে চাপ অনুভব করে। টি২০ সিরিজে ও ভাল খেলেছে। নিজেকে চাপমুক্ত করতে পারলে, ঋষভ একদিন ভাল ক্রিকেটার হবেই।
‘ঋদ্ধিই এখন বিশ্বের সেরা, ঋষভের উচিত নিজের খেলায় মন দেওয়া’, মত পার্থিবের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Jan 2020 09:41 PM (IST)
নিজের কাজটা সঠিক জানে ঋদ্ধি। ও এটাও জানে, ওর জন্য কোনটা সবচেয়ে ভাল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -