নিজেকে ধোনির সঙ্গে তুলনা করতে শুরু করেই লক্ষ্যভ্রষ্ট হয়েছেন ঋষভ পন্ত, অভিমত এমএসএকে প্রসাদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2020 09:25 PM (IST)
ভারতীয় ক্রিকেটে নক্ষত্রের মতোই উত্থান ঘটেছে ঋষভ পন্তের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স তাঁর কাছ থেকে এখনও পাওয়া যায়নি। এর কারণ সম্পর্কে নিজের মতামত জানালেন প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে নক্ষত্রের মতোই উত্থান ঘটেছে ঋষভ পন্তের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স তাঁর কাছ থেকে এখনও পাওয়া যায়নি। এর কারণ সম্পর্কে নিজের মতামত জানালেন প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি বলেছেন, তাঁর আদর্শ ক্রিকেটার এমএস ধোনির সঙ্গে নিজের তুলনা টানতে শুরু করেন পন্ত এবং কিছু কিছু ক্ষেত্রে ধোনিকে অনুকরণ করার চেষ্টা করেন। এটাই পন্তের খেলার ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে। একটি সংবাদমাধ্যমকে প্রসাদ ভারতীয় ক্রিকেট দলে ধোনির জায়গা নেওয়ার ক্ষেত্রে পন্তের সম্ভবনা সম্পর্কে কথা বলতে গিয়ে ওই মন্তব্য করেছেন। গত মাসেই সব ধরনের ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ধোনি। এরফলে ভারতীয় উইকেটরক্ষকের জায়গা নিয়ে পন্ত, কেএল রাহুল ও সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারের প্রতিদ্বন্দ্বিতার পথ খুলে গিয়েছে। ভারতীয় ক্রিকেটের পরবর্তী নির্ভরযোগ্য ক্রিকেটার হয়ে ওঠার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের আস্থা রয়েছে পন্তের ওপরে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স তেমন আহামরি কিছু ছিল না। ২০১৮-তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় পন্তের। স্বল্প সময়ের মধ্যে ভারতের প্রথম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। প্রসাদ এই অসাধারণ কৃতিত্বের উল্লেখ করে বলেছেন যে, পন্ত ব্যতিক্রমী প্রতিভা। একইসঙ্গে তিনি মনে করেন যে, ক্রমাগত ধোনির সঙ্গে তুলনা করে যাওয়াটা পন্তের পক্ষে একেবারেই ভালো হয়নি। প্রসাদ বলেছেন, প্রতিটি পদক্ষেপেই পন্তকে এমএস ধোনির সঙ্গে তুলনা করা হচ্ছে। সম্ভবত, পন্ত নিজেও সেই উচ্ছ্বাসে জড়িয়ে ফেলেছে। অনেকবারই বিষয়টি নিয়ে ওর সঙ্গে কথা বলেছি। ওকে বলেছি, এটা কাটিয়ে উঠতে হবে। প্রসাদ পন্তের সঙ্গে তাঁর কথাবার্তার বিস্তারিতও জানিয়েছেন। প্রসাদ জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট বারেবারেই সতর্ক করে দিয়েছে যে, মাহি একেবারেই আলাদা রকম ব্যক্তিত্ব, তুমি আলাদা, তুমিও অসাধারণ, তোমারও প্রতিভা রয়েছে। সেজন্যই তোমাকে সমর্থন দেওয়া হচ্ছে। প্রসাদ মনে করছেন যে, ২২ বছরের পন্তকে সর্বদাই ধোনির লম্বা ছায়ার নিচে দাঁড়াতে হয়েছে। প্রসাদের অভিমত, পন্তও নিজেকে ২০১১-র বিশ্বজয়ী অধিনায়কের সঙ্গে তুলনা করতে শুরু করছিলেন। ধোনির নকল করতেও শুরু করেছিলেন। এমনকি, ম্যানারিজম ও অন্যান্য বিষয়েও এমনটাই করেন। প্রসাদ বলেছেন, ধোনির ছায়া থেকে বেরিয়ে আসতে হবে পন্তকে। কারণ. কেএল রাহুলের কাছে টি২০ টিমে জায়গা হারিয়েছেন তিনি। প্রসাদ মনে করেন, ধোনি অবসর গ্রহণ পন্তকে নিজস্ব খেলার স্টাইল তৈরিতে সাহায্য করবে।