নয়াদিল্লি : আইপিএল নিলামের অন্তর্ভুক্তি পাল্টে দিয়েছে দেশের ক্রিকেটারদের জার্নি। এবার নিলামেই ২৭ কোটি টাকায় ঋষভ পন্থকে তুলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্টাস। যা একপ্রকার নয়া রেকর্ড। শ্রেয়স আইয়ার এবং ভেঙ্কটেশ্বর আইয়ারকে দেওয়া হয়েছে যথাক্রমে ২৬.৭৫ কোটি ও ২৩.৭৫ কোটি টাকা। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটারদের রিটেনশনের যে তালিকা তাতে টপ-পিক বিরাট কোহলি। কারণ, তাঁকে ধরে রাখতে ২১ কোটি টাকার খরচ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলের বেতন নির্দিষ্ট হয়ে যাওয়ায়, এই মুহূর্তে ভারতে সর্বাধিক রোজগেরে ক্রিকেটার হয়ে উঠেছেন ঋষভ পন্থ। একেবারে ক্রিকেট খেলে রোজগারের নিরিখে তিনি এই স্থান দখল করেছেন। ক্রিকেট খেলোয়াড় হিসাবে তাঁর এই মুহূর্তে বাৎসরিক আয়ের পরিসংখ্যান ৩২ কোটি টাকা। বিরাট কোহলিকে তিনি 'সিংহাসনচ্যুত' করেছেন। যার বাৎসরিক আয় ২৮ কোটি টাকা। উভয় ক্রিকেটারই এখন দেশের হয়ে ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়ায়। প্রথম টেস্টে সাফল্যের মুখ দেখেছেন কোহলি।
পন্থ ও কোহলি- দুই ক্রিকেটারেরই আয়ের উৎস বিসিসিআই ও আইপিএল চুক্তি। BCCI-এর কেন্দ্রীয় চুক্তির তালিকায় পন্থ রয়েছেন A ক্যাটেগরিতে। যার জেরে তাঁর বাৎসরিক আয় ৫ কোটি টাকা। অন্যদিকে, IPL-এ তাঁর বাৎসরিক আয় ২৭ কোটি টাকা। সবমিলিয়ে তাঁর সার্বিক রোজগার ৩২ কোটি টাকা।
অন্যদিকে, BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে A+ ক্যাটেগরিতে রয়েছেন বিরাট কোহলি। যার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে তাঁর রোজগার ৭ কোটি টাকা। অন্যদিকে, আইপিএলে খেলার জন্য RCB তাঁকে বাৎসরিক ২১ কোটি টাকা দেয়। কাজেই, তাঁর ক্রিকেট খেলে সামগ্রিক আয় ২৮ কোটি টাকা।
তবে, পরের বছর মার্চ মাসে যখন বিসিসিআই নতুন করে কেন্দ্রীয়ভাবে চুক্তি করবে, তখন ঋষভ পন্থের রোজগার বাড়তে পারে। এই মুহূর্তে পন্থের যা ফর্ম তাতে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে A+ ক্যাটেগরিতে তুলে আনতে পারে বলে মনে করছে ক্রিকেট মহল। কারণ, তিন ধরনের ক্রিকেট ফর্ম্যাটেই তিনি দলের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছেন। কাজেই, নতুন চুক্তিতে তাঁর প্রোমোশন হলে কোহলির থেকে তাঁর রোজগারের ফারাক আরও বাড়বে।
অন্যদিকে, কোহলি এখন আর টিম ইন্ডিয়ার টি২০ স্কোয়াডের অংশ নন। তাঁকে A ক্যাটেগরিতে রাখা হতে পারে। তাতে তাঁর আয়ও কিছুটা কমে যেতে পারে।
অন্যদিকে, আইপিএল নিলামে প্রচুর টাকা দিয়ে শ্রেয়র আইয়ার ও ভেঙ্কটেশ্বর আইয়ারকে তাঁদের ফ্র্যাঞ্চাইজি তুলে নিলেও, এই দুই জনই বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে নেই এই মুহূর্তে। যদিও শ্রেয়স ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে তাঁর রোজগারও বাড়তে পারে।