প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতি-কাণ্ডে এবার CBI-এর করা মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন তিনি। এর আগে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ED-র করা মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন তিনি। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন ধৃত কুন্তল ঘোষ। ED-র মামলায় কুন্তল ঘোষকে আগেই জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার সিবিআইয়ের করা মামলায় তাঁকে জামিন দিল সুপ্রিম কোর্ট।
এবার CBI-এর মামলাতেও জামিন পাওয়ায় জেল মুক্তি হতে চলেছে কুন্তল ঘোষের। জামিনের শর্ত কী হবে তা ঠিক করবে ট্রায়াল কোর্ট, তবে তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গ ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ, এমনই জানাল দেশের সর্বোচ্চ আদালত।
২০২৩ সালের ২০ জানুয়ারি নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চাকরির প্রতিশ্রুতি দিয়ে অযোগ্য প্রার্থীদের থেকে কোটি কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে ইডি আদালতে দাবি করেছিল, নিয়োগ দুর্নীতিতে টাকার অঙ্কটা ১০০ কোটিরও বেশি! যার সঙ্গে কুন্তল ঘোষের গভীর যোগসাজশ রয়েছে। ২০২৩ সালে গ্রেফতারির পর থেকেই বারবার কুন্তল ঘোষ জামিনের আবেদন করেন। আর তার বিরোধিতা করে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নানা অভিযোগ সামনে আনে। কিন্তু কুন্তল ঘোষের আইনজীবী বারবার দাবি করে এসেছেন, তাঁর মক্কেলের বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। যে টাকার কথা বলা হচ্ছে, তারও হদিশ নেই। পুরোটাই ষড়যন্ত্র।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরে কুন্তল ঘোষ অভিযোগ করেন যে, তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। ED, CBI-এর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগও করেন কুন্তল। ইডির মামলায় আগেই জামিন মঞ্জুর করে আদালত। আবার শীর্ষ আদালতে সিবিআই কেসেও জামিন হয়ে গেল কুন্তলের। অন্যদিকে সোমবার সুপ্রিম কোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন :