নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির অনুপস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে উইকেটরক্ষক হিসেবে ঋষভ পন্থের পারফরম্যান্স সন্তুষ্ট করতে পারল না ভারতীয় দলের সমর্থকদের। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) নেওয়ার ক্ষেত্রে ধোনির পারদর্শীতার কথা সবারই জানা। কিন্তু পন্থ ডিআরএস কল নিয়ে সঠিক অনুমান ক্ষমতার পরিচয় দিতে পারলেন না। বাংলাদেশের ইনিংসের দশম ওভারে সৌম্য সরকারের বিরুদ্ধে ডিআরএস নিতে অধিনায়ক রোহিত শর্মাকে রাজি করান পন্থ। কিন্তু দেখা যায় যে, বল সৌম্যর ব্যাটে লাগেনি। ডিআরএস খোয়ায় ভারত। এর আগে মুশফিকর রহিমের বিরুদ্ধে ডিআরএস নেওয়ার সুযোগ ছিল। কিন্তু সেক্ষেত্রে মুশফিকর যে এলবিডব্লু ছিলেন, তা অনুমান করতে ব্যর্থ হন পন্থ। রিপ্লেতে দেখা গিয়েছে, ডিআরএস নিয়ে মুশফিকরকে প্যাভিলিয়নে ফিরতে হত। কিন্তু শেষপর্যন্ত অপরাজিত ইনিংস খেলে তিনি বাংলাদেশকে জিতিয়ে দেন। আটটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় পন্থকে কটাক্ষ করেছেন ভারতীয় দলের সমর্থকদের একাংশ। ব্যাট হাতে ২৭ রান করেন পন্থ। ভারতীয় দলের হয়ে শিখর ধবন (৪১)-এর পর দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তিনি। দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যেতে হয় ধবনকে। গতকালের ম্যাচে বাংলাদেশ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ভারত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৮ রানের বেশি তুলতে পারেনি। পর ব্যাট করতে নেমে তিন বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের বিরুদ্ধে এটাই প্রথম জয় বাংলাদেশের।