নয়াদিল্লি: চলতি সিরিজের প্রথম টি ২০ ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গিয়েছে ভারত। এই হার ভারতীয় দলের বহু ফাঁকফোকর সামনে এনে দিয়েছে। আগামী ম্যাচের আগে এই সমস্যাগুলির দ্রুত সমাধানের পথ খুঁজতে হবে মেন ইন ব্লু ব্রিগেডকে। গতকাল রবিবারের ম্যাচে আয়োজক দল খারাপ ফিল্ডিং, ক্যাচ মিসের মতো বেশ কিছু ভুল করেছে। এরইমধ্যে উইকেটরক্ষক ঋষভ পন্থের একটি ভুল ডিআরএস কলের মাশুলও দলকে গুণতে হল।

বাংলাদেশের ইনিংসের দশম ওভারে সৌম্য সরকারের বিরুদ্ধে ডিআরএস নিতে পন্থ অধিনায়ক রোহিত শর্মাকে রাজি করান। পন্থ ভেবেছিলেন যে, বল সৌম্য সরকারের ব্যাটের কানায় লেগেছে। অধিনায়ক ডিআরএস নেন। কিন্তু আল্ট্রা এজে দেখা যায়, বল ব্যাটে লাগেনি। ফলে একটি মাত্র ডিআরএসের সুযোগ খোয়াতে হয় ভারতকে। এরপর রোহিতকে পন্থের দিকে কিছু বলতে বলতে এগিয়ে আসতে দেখা যায়। অবশ্য অধিনায়কের মুখে ছিল হাসি। তিনি যে হতাশ হয়েছেন, তা তাঁর হাবেভাবে বোঝা যাচ্ছিল। একবার কপালেও হাত দেন তিনি।



এর আগে যজুবেন্দ্র চাহলের ওভারে ভারত ডিআরএস নেয়নি।রিপ্লেতে দেখা গিয়েছে মুশফিকর রহিমের বিরুদ্ধে ওই ডিআরএস নিলে লাভবান হত ভারত।
মেন ইন ব্লু ব্রিগেড সুযোগ হাতছাড়া করে এবং বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে প্রায় একার হাতে দলকে জিতিয়ে দেন।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, সঠিক জায়গায় না থাকলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উইকেটরক্ষক ও বোলারের ওপর নির্ভর করতে হয়। ঋষভ এখনও তরুণ। মাত্র ১০-১২ ম্যাচ খেলেছে। এ সব বিষয় বুঝতে ওর আরও কিছুটা সময় লাগবে।