রায়পুর: রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে রবিবার খেলা হল ইন্ডিয়া লেজেন্ডস ও শ্রীলঙ্কা লেজেন্ডসের মধ্যে। রায়পুরের এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন যুবরাজ সিংহকে। ভারতের স্কোর ১৮১ রানে পৌঁছে দিতে যুবরাজের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা নিল। ৪১ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস এল তাঁর ব্যাট থেকে। চারটি চার ও চারটি ওভারবাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। ম্যান অফ দ্য ম্যাচ  ইউসুফ পঠানের সঙ্গে ৮৫ রানের পার্টনারশিপ করেন যুবি। ইনিংসের মাঝপথে ইন্ডিয়া লেজেন্ডস ৭৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এরপর থেকে ইনিংসের হাল ইউসুফের সঙ্গে ধরেন যুবি।


ম্যাচের পর ৩৯ বছরের প্রাক্তন তারকা ক্রিকেটার ডান পায়ের পেশীতে চোট পান। ইনস্টাগ্রামে যুবরাজ একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে খোঁড়াতে দেখা গিয়েছে। যখন হোটেলে ফিরছিলেন তখন সেখানকার কর্মীরা তাঁকে রাজকীয় সংবর্ধনা দিল। আর সেই অভ্যর্থনায় সাড়া দিতে ভুললেন না যুবি। চোট নিয়েও খানিক নেচেও নিলেন।এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মজার ছলেই ক্যাপশন দিয়েছেন 'ব্রোকেন বাহুবলী'। ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে 'বাহুবলী' সিনেমার জনপ্রিয় গান শোনা গিয়েছে। ওই গানের তালেই পা দোলালেন যুবরাজ।


যুবরাজের এই পোস্টে মন্তব্য করেছেন তাঁর বন্ধু ও ক্রিকেটার হরভজন সিংহ, ঈশ্বর পান্ডেও । পান্ডে লিখেছেন, 'যুবিপা লেজেন্ড'।


রোড সেফটি সিরিজে যুবি প্রকৃত অর্থেই নিজেকে বাহুবলী হিসেবে তুলে ধরেছেন। টুর্নামেন্টে দুটি হাফসেঞ্চুরি করেন এবং একটি ম্যাচে তাঁর স্কোর ৪৯। পয়েন্ট অঞ্চলে তাঁর ফিল্ডিং অতীতে ভারতীয় দলের ফিল্ডিংয়ের দুই স্তম্ভ যুবরাজ ও মহম্মদ কাইফের কথা মনে করিয়ে দিয়েছে।


সবমিলিয়ে ইন্ডিয়া লেজেন্ডসের কাছে দারুণ একটা জয়। আর সেই জয়ের মুহুর্ত দারুণভাবে উপভোগ করলেন যুবরাজ। ভারতের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোর বললেন, পরের মরশুমে যুবরাজের আইপিএলে খেলা উচিত।   



উল্লেখ্য, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে চ্যাম্পিয়ন হল ইন্ডিয়া লেজেন্ডস। ফাইনালে ১৪ রানে জয় পেলেন সচিনরা।


ওপেন করতে নেমে বীরেন্দ্র সহবাগ ১০ ও সচিন তেন্ডুলকর ৩০ রান করেন। তিন নম্বরে নেমে বদ্রীনাথ করেন ৭ রান। এরপর ইনিংসের হাল ধরেন যুবরাজ সিংহ ও ইউসুফ পঠান। যুবরাজ ৪১ বলে ৬০ রান করেন। তিনি চারটি করে বাউন্ডারি ও ছক্কা মারেন। ইউসুফ ৩৬ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা। ইউসুফের ভাই ইরফান পঠান ৮ রান করে অপরাজিত থাকেন। ইন্ডিয়া লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে। 


জবাবে ৭ উইকেটে ১৬৭ রানেই থেমে যায় শ্রীলঙ্কা লেজেন্ডসের ইনিংস।