রায়পুর: ফের একসঙ্গে ওপেন করতে নামবেন সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগ। মিডল অর্ডারে যুবরাজ সিংহ-মহম্মদ কাইফকে দেখা যাবে। বল করবেন জাহির খান। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নস্ট্যালজিক হয়ে পড়তেই পারেন।


আজ থেকে শুরু হচ্ছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। এই প্রতিযোগিতা চলবে ২১ তারিখ পর্যন্ত। ভারত, বাংলাদেশ ছাড়াও খেলছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। খেলা হবে রায়পুরের নবনির্মিত শহিদ বীর নারায়ণ সিংহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


আজ সন্ধেবেলা প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া লিজেন্ডস ও বাংলাদেশ লিজেন্ডস। সন্ধে সাতটা থেকে শুরু খেলা।


ভারতীয় দলে আছেন সচিন, সহবাগ, যুবরাজ, কাইফ, ইউসুফ পঠান, নমন ওঝা, জাহির, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ পটেল, ইরফান পঠান ও মনপ্রীত গোনি।


বাংলাদেশ দলে আছেন খালেদ মাহমুদ, মহম্মদ শরিফ, মুশফিকুর রহমান, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মহম্মদ রফিক, আবদুর রজ্জাক, খালেদ মাসুদ, হান্নান সরকার, জাভেদ ওমর, রাজিন সালে, মেহরাব হোসেন, আফতাব আহমেদ, আলমগির কবীর।


শ্রীলঙ্কা লিজেন্ডস দলে আছেন উপুল থরঙ্গা, চামারা সিলভা, চিনথাকা জয়সিংঘে, থিলান তুষারা, নুয়ান কুলশেখরা, রাসেল আর্নল্ড, অজন্তা মেন্ডিস, ফারভিজ মাহরুফ, সনৎ জয়সূর্য, মঞ্জুলা প্রসাদ, মালিন্দা ওয়ার্নাপুরা, দামিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, চামারা কাপুগেদারা, তিলকরত্নে দিলশন ও দুলাঞ্জনা বিজেসিংঘে।


সাউথ আফ্রিকা লিজেন্ডস দলে আছেন মর্নি ভ্যান উইক, আলভিরো পিটারসেন, নিকি বোয়ে, অ্যান্ড্রু পাটিক, থান্ডি শাবালালা, লুটস বসম্যান, লয়েড নরিস জোনস, জ্যান্ডার ডে ব্রুইন, মন্ডি জন্ডেকি, গার্নেট ক্রুগার, রজার টেলেমাকাস, জন্টি রোডস, মাখায়া এনটিনি ও জাস্টিন কেম্প।


ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস দলে আছেন ব্রায়ান লারা, দীনানাথ রামনারায়ণ, অ্যাডাম স্যানফোর্ড, কার্ল হুপার, ডোয়েন স্মিথ, রায়ান অস্টিন, উইলিয়াম পার্কিনস, মহেন্দ্র নাগামুতু, পেড্রো কলিনস, রিডলি জ্যাকবস, নরসিংহ দেওনারায়ণ, টিনো বেস্ট ও সুলেমান বেন।


ইংল্যান্ড লিজেন্ডস দলে আছেন কেভিন পিটারসেন, ওয়েইস শাহ, ফিলিপ মাস্টার্ড, মন্টি পানেসর, নিক কম্পটন, কবীর আলি, উসমান আফজল, ম্যাথু হগার্ড, জেমস টিন্ডাল, ক্রিস ট্রেমলেট, সাজিদ মাহমুদ, জেমস ট্রেডওয়েল, ক্রিস স্কোফিল্ড, জোনাথন ট্রট ও রায়ান সাইডবটম।


গত বছর পথ নিরাপত্তার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রথম রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ আয়োজন করা হয়। কিন্তু করোনা আবহে চারটি ম্যাচের পরেই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। এবার কোনও সমস্যা হবে না বলেই আশা করছেন আয়োজকরা। রায়পুরের এই স্টেডিয়ামে ৬৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। তবে ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। টিভিতে খেলা দেখা যাবে কালার্স চ্যানেলে। এছাড়া ভুট ও জিও অ্যাপেও খেলা দেখা যাবে।


আয়োজকরা জানিয়েছেন, প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া লিজেন্ডস দলকে এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অস্ট্রেলিয়া দল আসতে পারবে না বলে জানিয়ে দেয়। সেই কারণেই পরিবর্ত হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়।