কলকাতা:  বঙ্গে রাজনৈতিক পরিবেশ এখন উত্তপ্ত। এরইসঙ্গে পাল্লা দিয়ে চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদও। 


উত্তরবঙ্গে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে গরম।  বিপরীত এই ছবিই দেখা যাবে আগামী কয়েকদিনে। এমনটাই জানাল আবহাওয়া দফতর। 


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে।  দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।


আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।  


আরও পড়ুন:


Weather Today সকালে কুয়াশা, বেলা বাড়তেই ভ্যাপসা গরম, ভোটমুখী বঙ্গে রাজনৈতিক উত্তাপকে পাল্লা দিচ্ছে আবহাওয়াও


মার্চের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম।  আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টা এই অবস্থাই চলবে। 


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে।  


উল্টোদিকে, আগামী ৭২ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের কিছু জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা।