মেদ ঝরিয়ে সিক্স-প্যাক, তাক লাগালেন রবিন উথাপ্পা
আইপিএল-এর আসন্ন মরশুমে কলকাতা নাইট রাইডার্সের সহ-অধিনায়ক উথাপ্পা। প্রসঙ্গত, ২০১৫ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ আনতর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসম্প্রতি, জশপ্রীত বুমরাহও নিজের সিক্স-প্যাক দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন।
উথাপ্পার টুইট থেকে জানা গিয়েছে, তিনি এই চ্যালেঞ্জ ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে নিয়েছিলেন। সাতমাসের কঠোর অনুশীলন এবং শৃঙ্খলাপরায়ণ জীবনযাপনের দেখতেই পাচ্ছেন, তিনি এখন কোথায় রয়েছেন। চ্যালেঞ্জের আগে ও পরের ছবির তুল্যমূল্য বিচার করলেই স্পষ্ট, এই পরিবর্তন দেখে অনেকেই তাঁর সঙ্গে দঙ্গল ছবির আমির খানের সঙ্গে তুলনা টেনে আনছেন।
সতীর্থদের থেকে অনুপ্রাণিত হয়ে সিক্স-প্যাকের চ্যালেঞ্জ নেন। আর তার ফল সকলের সামনে। কয়েক মাসের মধ্যেই শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরিয়ে একেবারে ছিপছিপে হয়ে গিয়েছেন রবিন।
বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা জিমে তাঁদের ওয়ার্কআউটের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভয় পান না। এর মাধ্যমে নিজ নিজ অনুরাগীদের অনুপ্রাণিতও করেন তাঁরা। আর বিরাট কোহলি, শিখর ধবন, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্যর মতো সিক্স-প্যাক অ্যাবস তৈরি করে দেখালেন রবিন উথাপ্পা।
সেদিন চলে গিয়েছে যেদিন ক্রিকেটারদের শারীরিক গঠনের কোনও গুরুত্ব থাকত না। যেমন শ্রীলঙ্কার অর্জুনা রণতুঙ্গা বা পাকিস্তানের ইনজামাম-উল-হক। কিন্তু, দিন বদলেছে। বদলেছে ধারণাও। এখন, নিজেদের শারীরিক গঠন নিয়ে মারাত্মক সচেতন বর্তমান ক্রিকেটাররা। আর তা ধরে রাখতে বা কাঙ্খিত ফিজিক পেতে জিমে ঘাম ঝরাতে পিছপা হন না তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -