সাও পাওলো: কাতার ফুটবল বিশ্বকাপই (Qatar Football World Cup) কি হতে চলেছে নেমারের শেষ বিশ্বকাপ? ব্রাজিল ফুটবল দলের (Brazil Football Team) তারকা এই নিয়ে নিজে কিছু না বললেও সেই জল্পনাই উসকে দিলেন তাঁর জাতীয় দলের সতীর্থ রড্রিগো। জাতীয় দলের হয়ে ২ জন একসঙ্গে খেললেও ক্লাব ফুটবলে ২ জনে আলাদা আলাদা ক্লাবে খেলেন। নেমার যেখানে পিএসজির হয়ে খেলেন, সেখানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন রড্রিগো। 


কী বলছেন রড্রিগো?


কাতার বিশ্বকাপে ২ জনেই ব্রাজিলের হয়ে খেলবেন। তার আগে এই মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত ব্রাজিল ফুটবল দল। এক সাক্ষাৎকারে রড্রিগো জানিয়েছেন, ''নেমার আমাকে বলেছিলেন যে বিশ্বকাপের পরই হয়ত ওঁ জাতীয় দলের হয়ে খেলা ছেড়ে দেবেন। সেক্ষেত্রে ১০ নম্বর জার্সিটা ওঁ আমাকে তুলে দেবেন বলেও জানিয়েছেন।''


এরপরই রড্রিগো আরও বলেন, ''আমি সেই মুহূর্তে ওঁকে কী বলব, বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু জার্সির কথাটা শুনে খুব লজ্জা লাগছিল। আমি ওঁকে বলেছিলাম যে জাতীয় দলের হয়ে আরও কিছু বছর আমি খেলতে চাই। তাই এখনও জাতীয় ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী হতে চাই না আমি।''


কার্লোসের বাজি নেমার


দলের তারকা স্ট্রাইকার নেমারের প্রশংসা শোনা গেল কার্লোসের গলায়। ২০১৪ বিশ্বকাপে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলের ওয়ান্ডার কিড। রাশিয়া বিশ্বকাপে যদিও ভাল খেললেও বেলজিয়ামের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় সাম্বা বাহিনীকে। এবার নেমার তাঁর সেরা ফর্মে থেকেই মাঠে নামবেন বলে মনে করেন কার্লোস। তিনি বলেন, ''নেমার এবার ভাল ফর্মে রয়েছে। বিশ্বকাপেও তাকে চেনা ছন্দেই দেখতে পাওয়া যাবে। এছাড়াও দলে আরও ৪ জন ফুটবলার রয়েছেন, যাদের থামানো কিন্তু বিশ্বের যে কোনও ডিফেন্স লাইনের পক্ষেই বেশ কষ্টকর।''


আরও পড়ুন: করোনা আক্রান্ত রবিচন্দ্রন অশ্বিন, যেতে পারলেন না ইংল্যান্ডে