মুম্বই: বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে ম্যাচে আম্পায়ারের আউটের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছিলেন। আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা থেকে শুরু করে বাংলাদেশের প্লেয়ারদেরও অপমান করেছিলেন। আইসিসির তরফে ২ ম্যাচ নির্বাসিত করা হয়েছে হরমনপ্রীতকে। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের অনফিল্ড আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটাররাও। বিসিসিআইও একদমই সায় দেয়নি তাঁকে। এবার বোর্ডের সচিব জয় শাহ জানিয়ে দিলেন যে হরমনপ্রীতকে তাঁর খারাপ আচরণের জন্য জবাবদিহি করতে হতে পারে। সেক্ষেত্রে তাঁর সঙ্গে কথা বলবেন ভিভিএস লক্ষ্মণ ও বোর্ড সভাপতি রজার বিনি। আইসিসি শাস্তি দিয়েছে হরমনপ্রীতকে। কিন্তু বিসিসিআইও বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ। যাতে ভবিষ্যতে হরমনপ্রীত এমন ঘটনা আর না করেন, তা নিয়ে হয়ত সতর্কও করা হতে পারে তাঁকে।
হরমনপ্রীত নিজের দোষ স্বীকার করেছেন। আইসিসির আন্তর্জাতিক প্যানেলের ম্যাচ রেফারি আখতার আমেদের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন এবং সেই কারণেই আর বিচারক্রিয়ার প্রয়োজন হয়নি। সঙ্গে সঙ্গেই হরমনপ্রীতের ওপর এই শাস্তি লাগু করা হয়। প্রথম ঘটনাটি শনিবার (২২ জুলাই) তৃতীয় ওয়ান ডে ম্যাচে হরমনপ্রীত কৌরকে আম্পায়ার তনবীর আমেদ এলবিডব্লু আউট দেওয়ার পর। আউট হয়েই ক্ষুব্ধ হরমনপ্রীত নিজের ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। আইসিসির লেভেল ২ ধারায় এই দোষের জন্য হরমনপ্রীতের ম্যাচ থেকে প্রাপ্ত ৫০ শতাংশ বেতন কাটা যায়। পাশাপাশি তাঁকে তিন ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়।
আইসিসির আচরণবিধির ২.৮ অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশের জন্য এই শাস্তি পান হরমনপ্রীত। এখানেই শেষ নয়, উপরন্তু তাঁর আরও ২৫ শতাংশ ম্যাচ ফি আম্পায়ারের সমালোচনা করায় কাটা যায়। আন্তর্জাতিক ম্যাচে ঘটা কোনও ঘটনার সর্বসমক্ষে সমালোচনা করার জন্য এই শাস্তি দেওয়া হয় ভারতীয় অধিনায়ককে। গত মঙ্গলবার, ২৫ জুলাই আইসিসির তরফে হরমনপ্রীতকে নির্বাসিত করার সিদ্ধান্তটি ঘোষণা করা হয়। দুই ভিন্ন কাণ্ডে দুইবার আচরণবিধি ভঙ্গের দায়েই হরমনপ্রীতকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা নির্বাসিত করে।
উল্লেখ্য, তৃতীয় ওয়ান ডে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় আউট হওয়ার পর স্টাম্প ভেঙে দিয়েছিলেন হরমনপ্রীত। পরে পুরস্কার বিতরণী সভায় তিনি আম্পায়ারিং নিয়ে সমালোচনা করে বাংলাদেশের প্লেয়ারদেরও খোঁচা দেন। ভারতের মদনলাল, অঞ্জুম চোপড়া, মিতালি রাজের মত ক্রিকেট ব্যক্তিত্বও প্রশ্ন তুলেছে যা নিয়ে।