মুম্বই: ভাই তৈমুরের বয়স সবে এক মাস। দিদি সারা কিন্তু বলিউডের জন্য পুরোপুরি তৈরি। রণবীর সিংহের সঙ্গে তাঁর তোলা ছবিতে পরিষ্কার, নায়িকা হওয়ার সব উপাদানই রয়েছে সেফ আলি খানের মেয়ের মধ্যে!

কাল রাতে হায়দরাবাদে এক তারকাখচিত বিয়ের আসরে দেখা যায় সারা আলি খানকে। সেই আসরে কে ছিলেন না! শ্রীদেবী, শাহরুখ খান, রবীনা ট্যান্ডন, শিল্পা শেট্টিরা তো ছিলেনই, ছিলেন নয়া প্রজন্মের হার্টথ্রব রণবীর সিংহও।

অনুষ্ঠানে পারফর্ম করেন রণবীর। তিনি ছিলেন পুরোপুরি পার্টি মুডে। আর তখনই তাঁর সঙ্গে সারা তোলেন এই ছবিটি।


শ্রীদেবীর সঙ্গে ছবি তুলতেও ভোলেননি সারা।