সাংহাই: এটিপি র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা রাফায়েল নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে সাংহাই মাস্টার্স খেতাব জিতলেন রজার ফেডেরার। এ বছর দু’জনের সাক্ষাৎকারে চতুর্থ জয় পেলেন ফেডেরার। সাংহাই মাস্টার্সের ফাইনালে তাঁর পক্ষে ফল ৬-৪, ৬-৩। এক ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে জয় পেয়ে এ বছরের ষষ্ঠ খেতাব জিতলেন ফেডেরার।
এই ম্যাচের আগে পর্যন্ত এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নাদালের পয়েন্ট ছিল ৯,৮৭৫। দ্বিতীয় স্থানে থাকা ফেডেরারের পয়েন্ট ৭,৫০৫। তিনিই একমাত্র টেনিস খেলোয়াড় যিনি এ বছর নাদালকে সরিয়ে এক নম্বর হতে পারেন। আজ সেই পথে কিছুটা এগিয়ে গেলেন সুইস তারকা। এ বছর এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও মিয়ামি মাস্টার্সের ফাইনাল এবং ইন্ডিয়ান ওয়েলশের শেষ ষোলোর ম্যাচে নাদালকে হারিয়ে দিয়েছিলেন ফেডেরার। আজও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে জয় পেলেন তিনি।
নাদালকে স্ট্রেট সেটে হারিয়ে সাংহাই মাস্টার্স চ্যাম্পিয়ন ফেডেরার
Web Desk, ABP Ananda
Updated at:
15 Oct 2017 04:36 PM (IST)
ফাইল ছবি
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -