নয়াদিল্লি: মতান্তরে এই শতকের সেরা দুই টেনিস তারকা তাঁরা। কোর্টে তাঁদের প্রতিদ্বন্দ্বিতা টেনিসপ্রেমীরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন। মন্ত্রমুগ্ধ হয়ে দেখতেন। তবে কোর্টের বাইরে রজার ফেডেরার (Roger Federer) এবং রাফায়েল নাদাল (Rafael Nadal) অত্যন্ত ভাল বন্ধুও বটে। তাই নাদালের অবসরে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী, তাঁর বন্ধু ফেডেরার কোনও প্রতিক্রিয়া দেবেন না, এমনটাও হয় নাকি! 


সাম্প্রতিক সময়ে বারংবার চোটআঘাতে জর্জরিত রাফায়েল নাদাল ডেভিস কাপকেই নিজের বিদায়ী মঞ্চ হিসাবে বেছে নিয়েছেন। সেই বিদায়ের আগে নাদালের উদ্দেশে ফেডেরার যে বার্তা লেখেন, তাতে তিনি স্পষ্ট মেনে নিচ্ছেন নাদালের কাছে তিনি বহুবার হেরেছেন, নাদালের জন্য তাঁকে নিজের খেলার ধরন থেকে ব়্যাকেটের দৈর্ঘ্য, সবটাই বদলাতে হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নাদালের খেলায় মুগ্ধও হয়েছেন।


ফেডেরার লেখেন, 'তুমি টেনিস থেকে গ্র্যাজুয়েট হচ্ছ। আমি আবেগঘন হয়ে পড়ার আগেই কিছু জিনিপত্র জানানো প্রয়োজন। আমি যতবার তোমাকে হারিয়েছি, তার থেকে অনেক বেশিবার তুমি আমায় পরাজিত করেছ। তুমি আমায় এমন এমনভাবে চ্যালেঞ্জ জানিয়েছ যে আমি ভাবতেও পারিনি। তোমার বিরুদ্ধে যাতে ব়্যাকেটের মাথায় অন্তত বল লাগাতে পারি, সেই জন্য তুমি আমায় ব়্যাকেটের দৈর্ঘ্য অবধি বদলাতে বাধ্য করেছ। .... তবে কী জান, তোমার জন্য আমি খেলাটা আরও বেশি করে উপভোগ করতে পেরেছি।'


ফেডেরারের লেখায় নাদালের সঙ্গে তাঁর প্রথম ম্যাচ এবং কীভাবে তৎকালীন এক নম্বরকে স্প্যানিশ তারকা মায়ামিতে হেলায় হারিয়েছিলেন, সেই প্রসঙ্গও উঠে আসে। এরপরেই আরও স্মৃতিচারণ করে ফেডেরার লেখেন, 'তোমার সম্পর্কে আমি অনেক কিছু শুনেছিলাম, যে মায়াকো থেকে একজন জেনারশনাল প্রতিভা উঠে আসছে। সে হয়তো কোনদিন মেজর জিততে পারে। সেটা একবারেই ভুল ছিল না। আমরা তখন দুইজনেই নিজেদের কেরিয়ারের শুরুতে ছিলাম এবং এই সফরটা একসঙ্গেই করেছি। ২০ বছর পর বলতেই হবে রাফা, তোমার সফরটা সত্যিই কী দারুণ ছিল। তুমি স্পেনের নাম উজ্জ্বল করেছ। তুমি গোটা টেনিসবিশ্বকে গৌরবান্বিত করেছ।....'


 






ফেডেরারের বিদায়ী বেলায় নাদালকে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল। নাদালের অবসরের আগে ফেডেরারের এই বার্তাও কিন্তু সমর্থকদের আবেগঘন করতে তুলতে বাধ্য। নাদাল নিজের শেষ টুর্নামেন্টে স্পেনকে ছয় বছর পর ডেভিস কাপ খেতাব জেতাতে পারেন কি না, সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কেন দিল্লি ক্যাপিটালস ছাড়লেন পন্থ? নিলামের আগে নিজেই মুখ খুললেন ঋষভ