প্যারিস: ইঙ্গিত দিয়েছিলেন আগেই, শেষপর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন টেনিসের কিংবদন্তী রজার ফেডেরার। ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেও, এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন তিনি। হাঁটুর চোটের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ট্যুইট করে জানিয়েছেন ফেডেরার।


ট্যুইটে ফেডেরার লিখেছেন, ‘দু’বার হাঁটুতে অস্ত্রোপচার এবং এক বছরেরও বেশি সময় ধরে রিহ্যাবিলিটেশন চলার পর আমার শরীরের কথা শোনা জরুরি। আমার সুস্থ হয়ে ওঠার পথে তাড়াহুড়ো করলে চলবে না। এবারের ফ্রেঞ্চ ওপেনে তিনটি ম্যাচ জিততে পেরে আমি শিহরিত। কোর্টে ফেরার চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই। সবার সঙ্গে শীঘ্রই আবার দেখা হবে।’


এখনও পর্যন্ত ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেডেরার। স্পেনের টেনিস কিংবদন্তী রাফায়েল নাদালও ২০ বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। ফ্রেঞ্চ ওপেনেই সবচেয়ে বেশি সাফল্য নাদালের। এখানেই আবার সবচেয়ে খারাপ পারফরম্যান্স ফেডেরারের। এই সুইস তারকা মাত্র একবার ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি এবারের ফ্রেঞ্চ ওপেন থেকে সরে যাওয়ায় নাদালের সামনে রেকর্ড ২১ বার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ।


এবারের ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডের লড়াইয়ে জার্মানির ডমিনিক কোয়েফারকে হারিয়ে দেন ফেডেরার। সেই ম্যাচে তিনি দুর্দান্ত লড়াই করেন। সোমবার চতুর্থ রাউন্ডের ম্যাচে ইতালির ম্যাতিও বেরেত্তিনির মুখোমুখি হওয়ার কথা ছিল ফেডেরারের। কিন্তু তার আগেই সরে গেলেন তিনি।


২০০৯-এ ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হন ফেডেরার। গত বছর দু’বার তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়। ফ্রেঞ্চ ওপেনের আগে গত ১৬ মাসে তিনি মাত্র তিনটি ম্যাচ খেলেন। এই তারকা আগেই জানিয়েছিলেন, তিনি উইম্বলডনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ২৮ জুন থেকে শুরু হচ্ছে এবারের উইম্বলডন। তার আগে নতুন করে চোট যাতে না পান, সেটি নিশ্চিত করতে চাইছেন ফেডেরার। সেই কারণেই ফ্রেঞ্চ ওপেন থেকে নাম তুলে নিলেন তিনি।


এ বছরের অগাস্টে ৪০ বছর বয়স হয়ে যাবে ফেডেরারের। গত কয়েক বছরে তিনি ফ্রেঞ্চ ওপেনে বেশি খেলেননি। ২০১৬ থেকে পরপর তিনবার তিনি রোলা গাঁরোয় নামেননি। ২০১৯-এ তিনি খেলেন এবং সেমি-ফাইনালে পৌঁছন। তাঁকে ভবিষ্যতে আর কোনওদিন রোলা গাঁরোয় দেখা যাবে কি না, সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে।