ভোপাল: দেশে ভ্যাকসিনের ঘাটতির মধ্যেই আরও একটি বিষয় চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। অনেকেই এখনও ভ্যাকসিন নিতে চাইছেন না। অজানা আশঙ্কার কারণেই ভ্যাকসিন নেওয়া থেকে বিরত থাকছেন অনেকে। তাঁদের ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহ জোগাতেই এবার মধ্যপ্রদেশে ট্রাক সহ বিভিন্ন গাড়িতে হিন্দিতে দু’লাইনের স্লোগান লেখা হয়েছে। এই স্লোগানের মাধ্যমেই সাধারণ মানুষকে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহিত করার চেষ্টা চালানো হচ্ছে।
ভোপালের একটি স্বেচ্ছাসেবী সংস্থা, জেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অন্তর্গত ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনলজি কমিউনিকেশন যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। স্লোগানগুলি হল এরকম-‘টিকা লাগওয়াওগে তো বারবার মিলেঙ্গে, লাপরওয়াহি করোগে তো হরিদ্বার মে মিলেঙ্গে।’ ‘ম্যায় খুবসুরত হুঁ, মুঝে নজর না লাগনা; জিন্দেগি ভর সাথ দুঙ্গি, ভ্যাকসিন জরুর লাগওয়ানা।’ ‘দেখো মগর প্যার সে, করোনা ডরতা হ্যায় ভ্যাকসিন কি মার সে।’ ‘হাস মত পাগলি, প্যার হো জায়েগা, টিকা লাগওয়া লে, করোনা হার জায়েগা।’
এই উদ্যোগের বিষয়ে ওই স্বেচ্ছাসেবী সংস্থার চেয়ারপার্সন ড. মনিকা জৈন জানিয়েছেন, ‘ভোপালের শহরতলিতে ৫০টিরও বেশি ট্রাক, টেম্পো, ট্রাক্টর-ট্রলি সহ বিভিন্ন ধরনের গাড়ি থামিয়ে চালক ও মালিকের সঙ্গে কথা বলে তাঁদের সম্মতি নিয়ে গাড়িগুলির গায়ে ভ্যাকসিন সংক্রান্ত স্লোগান লেখা হয়েছে। ভ্যাকসিনের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। এই গাড়িগুলি শহরাঞ্চলের পাশাপাশি গ্রামাঞ্চলেও যাচ্ছে। ফলে বহু মানুষ সহজেই গাড়িগুলির গায়ে লেখা স্লোগান দেখতে পাচ্ছেন। শুধু ভোপালেই না, হোসাঙ্গাবাদেও একই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদিশা ও সেহোর জেলাতেও এই উদ্যোগ নেওয়া হবে।’
ভোপালে করোনার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, ‘গত বুধবার থেকে আমরা ভোপালে এই উদ্যোগ নিয়েছি। গাড়িগুলির চালক ও মালিকদের কাছ থেকে ভাল সাড়া পাচ্ছি আমরা। তাঁরা নিজেরাই পছন্দমতো স্লোগান বেছে নিচ্ছেন। আশা করি এই স্লোগানগুলি দেখে সাধারণ মানুষ ভ্যাকসিন নেওয়ার বিষয়ে উৎসাহিত হবেন।’