নয়াদিল্লি: দিনকয়েক আগেই নিজের কেরিয়ারের প্রথম ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন রোহন বোপান্না (Rohan Bopanna)। ম্যাথিউ এবডেনকে সঙ্গী করে অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) জয়ের পাশাপাশি তিনি সবথেকে বেশি বয়সে প্রথমবার বিশ্বের এক নম্বর হয়ে ইতিহাসও গড়েছেন। সেই ঐতিহাসিক স্ল্যাম জয়ের পর দেশে ফিরেছেন বোপান্না। শুক্রবার, ২ ফেব্রুয়ারি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) সঙ্গে দেখা করলেন।
সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেন বোপান্না। প্রধানমন্ত্রীকে বোপান্না নিজের সই করা এক ব়্যাকেটও উপহার দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে বোপান্না লেখেন, 'আজকে আমাদের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার আমার সৌভাগ্য হয়। এই সুযোগ পাওয়াটা সত্যিই বড় প্রাপ্তি। আমি যে ব়্যাকেট গিয়ে খেলে বিশ্বের এক নম্বর হয়েছি এবং অস্ট্রেলিয়ান ওপেন জিতেছি, ওঁকে সেই ব়্যাকেটটা উপহার দিতে পারাটা আমার সৌভাগ্যের বিষয়। আপনার সঙ্গে সাক্ষাৎ আমায় উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করবে।'
বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান জুড়িদার ম্যাথিউ এবডেন অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) ফাইনালে অনবদ্য পারফর্ম করে স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেন। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারান তাঁরা। এই জয়ের পরেই তাঁকে সমর্থন করার জন্য বোপন্না সকলকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি এও বলেন যে স্ল্যামের জন্য এবডেনের থেকে ভাল জুড়িদার আর হয়না।
তারকা ভারতীয় টেনিস খেলোয়াড় বলেন, 'আমার কেরিয়ারের প্রথম ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনুভূতিটা দুর্দান্ত। আমার পার্টনার হিসাবে ম্যাথিউ এবডেনের থেকে ভাল কেউ আর হতে পারে না। আমায় সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ। এই জয়টা যতটা আমার, ততটা আপনাদেরও। আমি সকলের কাছে কৃতজ্ঞ। এত বছর ধরে আমায় এত সমর্থন করার জন্য, ভালবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কখনও হাল ছেড়ে দেওয়ার কথা ভাবিনি, পাঁচ মাস পর ম্যাচ খেলে বলছেন পৃথ্বী