নয়াদিল্লি: বয়স কেবল একটি সংখ্যামাত্র, শনিবার, রড লেভার এরিনায় তা প্রমাণ করে দিলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। ৪৩ বছর বয়সে নিজের কেরিয়ারের প্রথম ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ভরতীয় তারকা। সবচেয়ে বেশি বয়সে স্ল্যাম জয়ের স্বাদ পেলেন তিনি। স্বপ্নপূরণের পর বোপান্নার সকলের উদ্দেশে বার্তা, কখনও আশাহত হওনা।
সবচেয়ে বেশি বয়সে ট্রফি জেতার রেকর্ড ছিল ফরাসি খেলোয়াড় জাঁ জুলিয়েন রজারের। ২০২২ সালে ৪০ বছর ৯ মাস বয়সে ফরাসি ওপেন জিতেছিলেন তিনি। সঙ্গী ছিলেন মার্সেলো আরেভোলা। তার আগে মাইক ব্রায়ান ২০১৮ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ৪ মাস বয়সে। তালিকায় তৃতীয় আর এক ভারতীয় লিয়েন্ডার পেজ়। তিনি ২০১৩ সালের ইউএস ওপেন জিতেছিলেন ৪০ বছর ২ মাস বয়সে। বোপান্না এঁদের সবাইকেই অনেকটা ছাপিয়ে গেলেন।
বোপান্না এবং তাঁর অস্ট্রেলিয়ান জুড়িদার ম্যাথিউ এবডেন অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2024) ফাইনালে অনবদ্য পারফর্ম করে স্ট্রেট সেটে ম্যাচ জিতে নেন। ফাইনালে সিমোনে বোলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাসোরিকে ৭-৬, ৭-৫ গেমে হারান তাঁরা। এই জয়ের পরেই তাঁকে সমর্থন করার জন্য বোপন্না সকলকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি এও বলেন যে স্ল্যামের জন্য এবডেনের থেকে ভাল জুড়িদার আর হয়না।
তারকা ভারতীয় টেনিস খেলোয়াড় বলেন, 'আমার কেরিয়ারের প্রথম ডাবলস গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনুভূতিটা দুর্দান্ত। আমার পার্টনার হিসাবে ম্যাথিউ এবডেনের থেকে ভাল কেউ আর হতে পারে না। আমায় সমর্থন করার জন্য সকলকে ধন্যবাদ। এই জয়টা যতটা আমার, ততটা আপনাদেরও। আমি সকলের কাছে কৃতজ্ঞ। এত বছর ধরে আমায় এত সমর্থন করার জন্য, ভালবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ।'
তিনি সবসময় নিজের ওপর নিজের দক্ষতার ওপর আস্থা বজায় রাখারই বার্তা দেন। 'শেষমেশ বলব কোনও বাঁধায় থেমে যেও না। আশাহত হও না। সবসময় নিজের ওপর আস্থা রাখ। কারণ কেউ তো জানে না কখন জীবন হঠাৎ করে বদলে যায় এবং জাদুর মতো করে সব স্বপ্ন সত্যি হয়ে যায়।' বলেন বোপান্না। ঐতিহাসিক জয়ের পর এবডেনের তরফেও বোপন্নাকে পাশে থাকার জন্য শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতলেন আরিয়ানা সাবালেঙ্কা