মায়ামি: ২০১১ সালে এসেছিল প্রথম খেতাব। তার ১৩ বছর পর এখনও অব্যাহত জয়ের ধারা। ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে মায়ামি ওপেন (Miami Open 2024) জিতে নিলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। সঙ্গে সঙ্গেই রচনা করলেন নতুন ইতিহাস।
বয়স ৪৪-র গণ্ডি পার করেছে। তবে এখনই থামার কোনওরকম কোনও ইঙ্গিত দিচ্ছেন না বোপান্না। বরং উত্তর উত্তর তাঁর খেলার মান আরও বাড়ছে। শনিবার ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে মায়ামি ওপেন জিতলেন বোপান্না। এক সেটে পিছিয়েও পরেও দুরন্ত কামব্যাক করে জয় এল ভারতীয়-অস্ট্রেলিয়ান জুটির ঝুলিতে। তাও আবার ফরাসি ওপেন চ্যাম্পিয়ন, ক্রোয়েশিয়ার ইভান ডডিচ এবং যুক্তরাষ্ট্রের অস্টিন ক্রাইসেকের জুটিকে হারিয়ে। ম্যাচের স্কোরলাইন ভারতীয়দের পক্ষে ৬-৭, ৬-৩, ১০-৬। বোপান্নার কেরিয়ারের ষষ্ঠ এটিপি ১০০০ মাস্টার্স খেতাব।
বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবথেকে বেশি বয়সে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জয়ের কৃতিত্ব নিজের নামে করেছিলেন বোপান্না। এবার তিনি সবথেকে বেশি বয়সে মাস্টার্স ১০০০ খেতাব জেতার রেকর্ড গড়লেন বোপান্না। অবশ্য এই রেকর্ড কিন্তু তাঁর দখলেই ছিল। গত বছরে ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স জিতে এই নজির নিজের নামে করেছিলেন বোপান্না। এবার নিজের রেকর্ডই ভেঙে দিলেন ভারতীয় টেনিস তারকা।
ম্যাচের শুরুটা ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি আহামরিভাবে করতে পারেননি, বরং বলা বাহুল্য খারাপভবে করেন। প্রথম সেটে হারতেও হয়। তবে ম্যাচ গড়াতেই ছন্দে ফিরে পান বোপান্নারা। সেই ফর্ম ধরে রেখেই ম্যাচ জিতে নেন বোপান্নারা। এর আগে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে বোপান্নারা ৬-১, ৬-৪ স্কোরে জয় পায়। ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই লিয়েন্ডার পেজ়ের কৃতিত্বে ভাগ বসান বোপান্না। পেজ়ের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে নয়টি এটিপি মাস্টার্স ইভেন্টেরই ফাইনালে পৌঁছনোর কৃতিত্ব গড়েছিলেন বোপান্না।
অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মাধ্যমে ডাবলস ব়্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছিলেন বোপান্না। সাময়িকভাবে সেই স্থান হারালেও, ফের একবার শীর্ষে পৌঁছছেন ভারতীয় টেনিস তারকা। মায়ামি ওপেনের ফাইনালে পৌঁছেই সেই স্থান পাকা করে ফেলেছিলেন তিনি। আসন্ন দিনে বোপান্নার জয়ের ধারা অব্যাহত থাকার আশাই করবেন ভারতীয় সমর্থকরা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: অভিষেকেই আগুনে বোলিং, প্রতিপক্ষ অধিনায়কও প্রশংসায় ভরালেন লখনউয়ের ময়ঙ্ককে