মাত্র ১১ রান দূরে, কোহলির রেকর্ড ভাঙার মুখে রোহিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2018 02:57 PM (IST)
নয়াদিল্লি: বর্তমান ক্রিকেটারদের মধ্যে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছরও দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। তাঁর ধারেকাছেও কেউ আসতে পারেন বলে মনে হচ্ছে না। তবে সম্ভবত টি ২০ ক্রিকেট তাঁর অগ্রাধিকারের তালিকায় নেই। বিশ্রাম নিতে মাঝেমধ্যেই দ্বিপাক্ষিক টি ২০ সিরিজ থেকে সরে দাঁড়ান তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে খেলছেন না কোহলি। এরইমধ্যে তাঁর একটা রেকর্ড ভেঙেছেন পাকিস্তানের বাবর আজম। কোহলিকে টপকে টি ২০ ক্রিকেটে সবচেয়ে দ্রুত এক হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। এবার আরও একটা নজির হাতছাড়া হতে চলেছে কোহলির। আর এক্ষেত্রে রেকর্ড ভাঙতে পারেন কোহলিরই সহ খেলোয়াড় রোহিত শর্মা। ভারতের হয়ে টি ২০ তে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান কোহলি। ৬২ ম্যাচে ৪৮.৮৮ গড়ে এখনও পর্যন্ত ২,১০২ রান করেছেন কোহলি। কিন্তু আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচে কোহলির ওই রেকর্ড ভেঙে দিতে পারেন রোহিত। টি ২০ তে রোহিতের মোট রান ৮৫ ম্যাচে ৩২.১৮ গড়ে তিন শতরান সহ ২,০৯২ রান। আর ১১ রান করলেই ভারতের হয়ে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় প্রথম স্থানে উঠে আসবেন রোহিত। দ্বিতীয় স্থানে চলে যাবেন কোহলি। আজ রোহিতের নেতৃত্বাধীন ভারত আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে লখনউয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। রোহিত বেশ ভালো ফর্মেই রয়েছেন। সদ্যসমাপ্ত একদিনের সিরিজে দু-দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে রান পাননি রোহিত। টি ২০ তে দুরন্ত রানের গড় থাকলেও কোহলি সম্ভবত ক্রিকেটের এই সংক্ষিপ্ততম ফর্ম্যাটকে অগ্রাধিকারের তালিকায় রাখেন না। চলতি বছরে মাত্র সাতটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ও একদিনের ক্রিকেটে মনোনিবেশ করতে তিনি মাঝেমধ্যেই টি ২০ সিরিজে বিশ্রাম নেন। এ বছর যে সাতটি ম্যাচ খেলেছেন, সেগুলিতে ২৪.৩৩ গড়ে ১৪৬ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৪৭। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ খেলেছিলেন কোহলি। কিন্তু শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেলেননি তিনি।