বেঙ্গালুরু: আরও একটা দিন, আর আরও একটা মাইলস্টোন। ঝুলিতে আরও একটি শতরানের সঙ্গেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ওয়ান ডে ক্রিকেটে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ৯ হাজার নজির গড়লেন এই মুম্বইকর। ২১৭ ইনিংসেই এই মাইলস্টোনে পৌঁছলেন রোহিত। এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১৯৪ ম্যাচ খেলেই ৯ হাজার রানের রেকর্ড নিজের ঝুলিতে পুরেছিলেন বিরাট।





এতদিন এই তালিকায় তিনে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ২২৮ ইনিংসে ওয়ান ডে ক্রিকেটে ৯০০০ রান করেছিলেন সৌরভ। আর সচিন তেন্ডুলকর ছিলেন চার নম্বরে। ৯ হাজার ওয়ান ডে রান করতে তিনি নিয়েছিলেন ২৩৫ ইনিংস। চিন্নাস্বামীতে একই সঙ্গে সৌরভ-সচিনের রেকর্ড ভেঙে তিনে উঠে এলেন রোহিত।

একই সঙ্গে এদিন নিজের একদিনের আন্তর্জাতিক কেরিয়ারের ২৯তম শতরানও (১১২*) করে ফেললেন ভারতীয় দলের সহ-অধিনায়ক। রোহিতের ইনিংস সাজানো রয়েছে ৬টি ছয় এবং ৮টি চার।