কেরিয়ারের শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচে বল হাতে দলের জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। ৩৮ রানে দখল করেন ৩ উইকেট। শ্রীলঙ্কা ৯১ রানে জয়ী হয়। ২০০৪-এ সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেকের পর শেষ ম্যাচ পর্যন্ত ২১৯ ইনিংসে তাঁর উইকেট সংখ্যা ৩৩৫।
আগামী বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপে খেলার দিকে তাকিয়ে রয়েছেন মালিঙ্গা। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডও জানিয়েছে, টি ২০ স্কোয়াডে মালিঙ্গাকে পাওয়া যাবে।
অন্যদিকে, আইপিএলের দল মুম্বই ইন্ডিয়ান্সের সহ খেলোয়াড়রা একদিনের ক্রিকেট থেকে অবসরের জন্য মালিঙ্গাকে অভিনন্দন জানিয়েছেন। রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহর পাশাপাশি সচিন তেন্ডুলকরও বর্ণময় একদিনের ক্রিকেট কেরিয়ারের জন্য মালিঙ্গাকে কুর্ণিশ জানিয়েছেন।
বুমরাহর ট্যুইট- দুরন্ত কেরিয়ার। ক্রিকেটের জন্য যা করেছে, সেজন্য ধন্যবাদ। সবসময়ই তোমাকে শ্রদ্ধা করেছি, ভবিষ্যতেও করব।
রোহিত শর্মা তাঁর ট্যুইটে মালিঙ্গাকে মুম্বই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় ম্যাচ উইনার হিসেবে অভিহিত করেছেন। রোহিত বলেছেন, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে উত্তেজনাকর মুহুর্তে তিনিই আমাকে স্বস্তি দিয়েছেন এবং নিজের কাজ সমাধা করার ক্ষেত্রে কখনও ব্যর্থ হননি।
সচিনের ট্যুইট- দুরন্ত একদিনের কেরিয়ারের জন্য অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।