মুম্বই: বিরাট কোহলিকে (virat kohli) সরিয়ে রোহিত শর্মাকে (rohit sharma) ওয়ান ডে ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়ক করা হয়েছে। আসন্ন দক্ষিণ আফ্রিকা (south africa) সফরে সীমিত ওভারের ফর্ম্যাট থেকেই পূর্ণাঙ্গভাবে দলের নেতৃত্বভার সামলাবেন রোহিত। এদিকে জাতীয় দলের ওয়ান ডে ফর্ম্যাটে অধিনায়ক নির্বাচিত হওয়ার পরই রোহিতের ১০ বছর আগে করা একটি ট্যুই ভাইরাল হয়েছে। কী ছিল সেই ট্যুইট?


১০ বছর আগের একটি ট্যুইটে হতাশা ঝড়ে পড়ছিল রোহিতের। সেই ট্যুইটে ২০১১ ক্রিকেট বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ না পাওয়ার হতাশা। ২০০৭ সালে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করলেও, জাতীয় দলে অনেক পরে ধারাবাহিকভাবে সুযোগ পাওয়া শুরু করেছিলেন রোহিত। ২০১১ বিশ্বকাপ স্কোয়াডে বিরাট, অশ্বিন জায়গা করে নিলেও রোহিত জায়গা পাননি। যদিও ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অটোমেটিক চয়েস ছিলেন তিনি।


 






দক্ষিণ আফ্রিকা সিরিজের (South Africa Series) টেস্ট দলঘোষণার দিনই বড় চমক। টি২০-র পাশাপাশি টিম ইন্ডিয়ার ওডিআই (One Day International) দলের অধিনায়কের আর্মব্যান্ডও গেল রোহিত শর্মার (Rohit Sharma) কাছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচক কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে ভারতীয় টি২০ ও ওডিআই দলের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।


 


টি২০ বিশ্বকাপের পরই বিশের মঞ্চে ভারতের অধিনায়কত্ব ছাড়বেন বলে জানিয়ে রেখেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই মতোই তাঁর জায়গায় টি২০-র অধিনায়ক করা হয় রোহিত শর্মাকে। অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেখানে সিরিজও জেতেন তিনি। তবে কোহলি একদিনের ক্রিকেটেও ভারতের অধিনায়কত্ব এখনই ছাড়বেন, এমনটা ছিল গুঞ্জন স্তরেই। যা এবার বাস্তবের রূপ পেয়ে গেল।