রাজকোট: ক্যাপ্টেনের নির্দেশই এল না। অথচ নিজেরা মাঠ ছাড়তে শুরু করলেন ভারতের ২ ব্য়াটার। রাজকোট টেস্টের একটি ভিডিও ক্লিপস মুহূর্তের মধ্য়ে ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে মাঠ ছাড়ছেন জয়সওয়াল ও সরফরাজ। এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছেন রোহিত নিজেই। তিনি তো বলেননি মাঠ ছাড়তে। এমনকী ডিক্লেয়ারও ঘোষণা করেননি। তবে কেন?


সঙ্গে সঙ্গে ড্রেসিংরুম থেকেই ইশারায় পুণরায় ২ তরুণ ভারতীয় ব্যাটারকে ক্রিজে ফিরে যেতে বলেন ভারত অধিনায়ক। রোহিতের ইশারা ও তাঁর বলার অঙ্গভঙ্গি দেখে কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকাররাও নিজেদের হাসি চেপে রাখতে পারেননি। 



আসলে ঘটনাটি ঘটে চতুর্থ দিনের ভারতের ব্যাটিংয়ের সময় ৯৭ তম ওভারের পর। ইংল্যান্ডের ক্রিকেটাররাও ভেবেছিলেন যে রোহিত বোধহয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আসলেই রোহিত শর্মা তখনও ভারতের ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেননি। যদিও তার ১ ওভার পরেই ভারত অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করে দেন। 


প্রথম ইনিংসে ৪৪৫ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। জবাবে ইংল্যান্ড বোর্ডে তুলতে পারে ৩১৯ রান। দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল ভারত। রোহিত শর্মা গতকাল ১৯ রান করে আউট হন। রজত পাতিদার আরো একবার ব্যর্থ হলেন। তিনি খাতা না খুলেই ফিরে যান। তবে শুভমন গিল অর্ধশতরানের ইনিংস খেলে ফেলেছিলেন গতকালই। কুলদীপ যাদবের সঙ্গে অপরাজিত থেকে গতকাল মাঠ ছাড়েন গিল। এদিন ১৯৬/২ থেকে খেলা শুরু করেন দুজনে। নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নেমেছিলেন কুলদীপ। কিন্তু গুরুত্বপূর্ণ ২৭ রানের ইনিংস খেললেন এই চায়নাম্যান। 


তবে একটা ভুল হয়ে যায় কুলদীপের এদিন সকালে। তাঁর ভুলের খেসারত দিতে হয় গিলকেম নিজের আরো একটি টেস্ট সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন ভারতের তরুণ ব্যাটার। ব্যক্তিগত ৯১ রানের মাথায় কুলদীপের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান গিল। এর কিছুক্ষণ পরেই উইকেট খোোয়ান কুলদীপও। এরপর মধ্য়াহ্নভোজের বিরতিতে যখন ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন জয়সওয়াল ও সরফরাজ তখন ভারতের স্কোর ছিল ৪১৪/৪।


হায়দরাবাদ টেস্টে দ্বিশতরান হাঁকিয়েছিলেন সরফরাজ। এরপর এই টেস্টেও ফের ডাবল সেঞ্চুরি হাঁকালেন জয়সওয়াল। চতুর্থদিনের মধ্যাহ্নভোজের পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন বাঁহাতি ভারতীয় ওপেনার। অ্য়ান্ডারসনকে এক ওভারে ২১ রান দেন। এক ইনিংসে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক ছক্কার সংখ্যা ১২। এদিন তা ছুঁয়ে ফেললেন যশস্বী।