প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ছক্কা মেরে টেস্ট দ্বিশতরান সম্পন্ন করলেন, অনন্য কীর্তি রোহিত শর্মার
ভারতের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ শেষ ভারতীয় ক্রিকেটার যিনি একটি টেস্ট সিরিজে ৫০০ রানের গণ্ডি টপকেছিলেন। ২০০৫ সালে তিনি ওই কীর্তি চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে করেন।
৩২-বছর বয়সী ব্যাটসম্যান পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিন-ম্যাচর সিরিজে ৫০০ বা তার বেশি রান করলেন।
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই নজির গড়লেন রোহিত। রাঁচিতে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে এই কীর্তি সম্পন্ন করেন তিনি।
‘হিটম্যান’ রোহিত শর্মা (২৫৫ বলে ২১২ রান) ছক্কা মেরে নিজের প্রথম টেস্ট দ্বিশতরান সম্পন্ন করলেন।
প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ৫০০ রান করার নজিরও গড়লেন ‘হিটম্যান’ রোহিত শর্মা।
এই প্রথমবার, একটি সিরিজে ভারতের তিন ব্যাটসম্যান দ্বিশতরান করলেন। ময়াঙ্ক অগ্রবাল (২১৫), বিরাট কোহলি (২৫৪ অপরাজিত) এবং রোহিত শর্মা (২১২)।
এর আগে, এই নজিরের মালিক ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। যিনি ৩৮৮ রান করেছিলেন।