রাজকোট : ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার নয়া ব্যাটিং রেকর্ড। হাসিম আমলা ও সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম সাত হাজার রান সংগ্রহের রেকর্ড গড়লেন রোহিত। এই মাইলস্টোন ছোঁয়ার জন্য ২৩ রানের প্রয়োজন ছিল রোহিতের। রাজকোটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে এই রেকর্ড গড়লেন রোহিত।
ওপেনার হিসেবে একদিনের ক্রিকেটে ১৩৭ ইনিংসে ৭০০০ রান সংগ্রহ করলেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার আমলার এই রান সংগ্রহ করতে লেগেছিল ১৪৭ ইনিংস। সচিন তেন্ডুলকর ১৬০ ইনিংসে একদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে সাত হাজার রান পূর্ণ করেন।
এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভালো শুরু করেও ৪২ রানে আউট হয়ে যান রোহিত। ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ছয় উইকেটে ৩৪০ রান।
ওপেনার হিসেবে একদিনের ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রান রোহিত শর্মার
ABP Ananda webdesk
Updated at:
17 Jan 2020 06:51 PM (IST)
ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মার নয়া ব্যাটিং রেকর্ড। হাসিম আমলা ও সচিন তেন্ডুলকরকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে ওপেনার হিসেবে দ্রুততম সাত হাজার রান সংগ্রহের রেকর্ড গড়লেন রোহিত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -