এর আগে ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাকালাম, মার্টিন গাপটিল, তিলকরত্নে দিলশান, আহমেদ শেহজাদ, শেন ওয়াটসন ও তামিম ইকবাল ক্রিকেটের তিন ফর্ম্যাটেই শতরান করেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন রোহিত।
বিশাখাপত্তনমে প্রথম দিনের খেলা শেষ হওয়ার পর ভারতের এই তারকা সাংবাদিক বৈঠকে বলেন, ‘আমি অপেক্ষা করা পছন্দ করি না। আমি প্যাড পরে ব্যাট করতে নামতে চাই। সেই কারণেই ওপেন করা আমার পক্ষে মানানসই। বিপক্ষের বোলাররা যখন নতুন বলে বোলিং করছে, তখন ব্যাটসম্যান হিসেবে পরিকল্পনা করা সহজ। ৬ নম্বরে ব্যাট করতে নামলে তখন বল রিভার্স স্যুইং করে, ফিল্ডিং সাজানোর ধরন বদলে যায়। সেসব মাথায় রেখে ব্যাটিং করতে হয়। তার চেয়ে ওপেন করা সহজ।’